Dibyojyoti-Soumili Dance: শাহরুখের ভাইরাল গান ‘জিন্দা বান্দা’য় অনস্ক্রিন বর আর ভাসুরের সঙ্গে ফাটিয়ে নাচলেন অনুরাগের ছোঁয়ার উর্মি। দেখেছেন সেই ভিডিয়ো?
নাচের তালে দুললেন ‘অনুরাগের ছোঁয়া’র ত্রয়ী
টেলিপাড়ায় কান পাতলেই শোনা যায় দিব্যজ্যোতি দত্তের আগে-পরে নাকি সুন্দরীরা ঘোরে! কথাটা যে ভুল নয়, তাঁর প্রমাণ হামেশাই পাওয়া যায়। ছোটপর্দার সবচেয়ে চর্চিত এই নায়কের মিষ্টি আচরণে সবারই মন গলে যায়। কিছুদিন আগেও ‘অনুরাগের ছোঁয়া’র সূর্য আর মিঠাইরানির রসায়ন নিয়ে কানাঘুষো শোনা যেত, আজকাল সূর্যর ভাইবউ উর্মির সঙ্গে তাঁর অফস্ক্রিন রসায়ন নিয়ে আলোচনা প্রবল। যদিও দিব্য়জ্যোতির কথায়, তিনি সিঙ্গল। তাঁর জীবনজুড়ে এখন শুধু কাজ। আরও পড়ুন-দশমীতে সম্পর্কের এক বছর পূর্তি! প্রেমিকের জন্য আদুরে বার্তা মিঠাই-এর পিঙ্কি ভাবি