বাংলা নিউজ > বায়োস্কোপ > Anushka-Virat Anniversary: টের পায়নি কাক-পক্ষীতেও, বিয়ের আগে পর্যন্ত কোন মন্ত্রে সবটা গোপন রাখতে পেরেছিলেন বিরুষ্কা?
পরবর্তী খবর
Anushka-Virat Anniversary: টের পায়নি কাক-পক্ষীতেও, বিয়ের আগে পর্যন্ত কোন মন্ত্রে সবটা গোপন রাখতে পেরেছিলেন বিরুষ্কা?
1 মিনিটে পড়ুন Updated: 11 Dec 2023, 01:39 PM ISTSubhasmita Kanji
Anushka-Virat Anniversary: ২০১৭ সালে সাত পাকে বাঁধা পড়েন অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি। কিন্তু তাঁরা তাঁদের বিয়ের খবর শেষ পর্যন্ত কীভাবে সিক্রেট রেখেছিলেন জানেন?
বিয়ের আগ পর্যন্ত কোন মন্ত্রে সবটা গোপন রাখতে পেরেছিলেন বিরুষ্কা?
২০১৭ সালে সাত পাকে বাঁধা পড়েন অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি। ইতালিতে বসেছিল তাঁদের বিবাহ বাসর। সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকে সেজে উঠেছিলেন তাঁরা। এমনকি বিয়ের জায়গাটাও পর্যন্ত সাজানো হয়েছিল দুর্দান্ত ভাবে। তাঁদের সেই রাজকীয় বিয়ে আজও অনেকের চোখে লেগে আছে। আজও তাঁদের মতো করে সাজতে, বিবাহ বাসর সাজাতে চান অনেকেই। দেখতে দেখতে সেই বিশেষ দিনটির ৬ বছর পূর্ণ হল। ১১ ডিসেম্বর বিরুষ্কার ষষ্ঠ বিবাহবার্ষিকী। কিন্তু বিয়ের আগ পর্যন্ত কীভাবে সমস্ত কিছু সিক্রেট রেখেছিলেন তাঁরা?
২০১৯ সালে ফিল্মফেয়ারকে দেওয়া একটি সাক্ষাৎকারে অনুষ্কা জানিয়েছিলেন তিনি এবং বিরাট তাঁদের বিয়েটিকে জেনুইন রাখতে চেয়েছিলেন বলেই সবার থেকে আড়াল করে রেখেছিলেন।
কেন নিজেদের বিয়ের খবর গোপন রেখেছিলেন বিরাট এবং অনুষ্কা?
ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রসঙ্গে অনুষ্কা জানিয়েছিলেন, 'আমরা গোটা বিষয়টা জেনুইন রাখতে চেয়েছিলাম। কোনও কিছুর জন্য কিছু বদলে যাক বা সেটার প্রয়োজন হোক চাইনি। আমরা কেউ বিয়ের আগে এটা মনে করতে চাইনি যে আমরা তারকা।' তিনি এই প্রসঙ্গে আরও বলেন, 'আমরা আমাদের বাবা মা এবং ভাই বোনদের সঙ্গে ছিলাম তখন যাঁরা আমাদের জন্য অনেক কিছু করেছেন। যাঁরা আমাদের সব থেকে খারাপ সময়েও পাশে থেকেছেন। আমরা যদি বিয়েটা পাবলিক করে দিতাম তাহলে আমাদের এটাও মনে পড়ে যেত যে আমরা তারকা। দুজন সাধারণ মানুষ যেভাবে বিয়ে করে আমরা সেভাবেই বিয়েটা করতে চেয়েছি। আমরা যখন একে অন্যকে ভালোবেসেছি তখন এটা দেখে ভালোবাসিনি যে কতটা জনপ্রিয় বা পাবলিকের কাছে এসে কী। আমাদের বিয়েটা যেন একেবারে ভালো করে হয় সেটাই চেয়েছিলাম।'