কিছুদিন আগেই জানা গিয়েছিল, সিরিজের পর্দায় অভিনয় করতে দেখা যাবে লাফটারসেন নিরঞ্জন মণ্ডলকে। একজন দুর্দান্ত কনটেন্ট ক্রিয়েটর হিসাবে খ্যাতি রয়েছে নিরঞ্জনের, এবার তাঁর বড় কিছু করে দেখানোর পালা। নিরঞ্জনকে সঙ্গ দেবেন সন্দীপ্তা সেন।
তবে কোনও হাসির সিরিজ নয়, টানটান উত্তেজনাপূর্ণ অ্যাকশন সিরিজে অভিনয় করতে দেখা যাবে এই জুটিকে। সিরিজে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন সন্দীপ্তা এবং অন্যদিকে ঠান্ডা মাথার খুনির ভূমিকায় অভিনয় করবেন নিরঞ্জন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘বীরাঙ্গনা’ সিরিজের ফাস্ট লুক।
আরও পড়ুন: গায়ে লেপ্টে ভিজে শাড়ি, বৃষ্টিতে আগুন ধরালেন তন্বী! 'হট...', লিখলেন রাহুল
আরও পড়ুন: নতুন মেজাজে আসছে জি বাংলার 'সা রে গা মা পা'! কবে থেকে শুরু হবে সম্প্রচার?
‘বীরাঙ্গনা’ সিরিজের যে প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে চিত্রা নামের একজন নির্ভীক পুলিশ অফিসারের ভূমিকা রয়েছেন সন্দীপ্তা। তবে সে যে কতটা নির্ভীক সেটা তাকে দেখে বোঝার উপায় নেই। ঊর্ধ্বতন অফিসারদের থেকে কটাক্ষ শুনেও চুপ করে থাকে সে।
তবে পরবর্তী ঝলকেই বোঝা যায় চিত্রা আদতে চুপচাপ হলেও তার হাত কথা বলে। দোষীকে শাস্তি দিতে এক মুহূর্তও চিন্তা করে না সে। যদিও নিজের নির্ভীকতার কথা কাউকে বুঝতে দেয় না সে। এরপরই দেখা যায়, শহরে চলতে থাকে একের পর এখন আর প্রতিবারের মতোই খুনি ফেরার।
খুনিকে ধরার সমস্ত দায়ভার এসে পরে চিত্রার কাঁধে। এরপরেই আসে টুইস্ট। অপরাধীর ভূমিকায় দেখতে পাওয়া যায় নিরঞ্জন মণ্ডলকে। সেই পরিচিত হাসি হেসে সে যখন বলে, ‘ম্যাডাম আমাকে খুঁজছিলেন’ তখনই বোঝা যায় ঠিক কতটা দুর্দান্ত হতে চলেছে এই সিরিজটি।
আরও পড়ুন: শ্যুটিংয়ের ফাঁকেই কেক কাটিং, দুই কৌশিকের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন জয়া
আরও পড়ুন: গলায় পদ্মমালা, মাথায় মুকুট, দেবী লক্ষ্মীর বেশে বাসবদত্তা! কীসের শ্যুটিং সারলেন তিনি?
একদিকে বহুদিনের অভিজ্ঞতা সম্পন্ন সন্দীপ্তা, অন্যদিকে কনটেন্ট ক্রিয়েটর নিরঞ্জনের হাতে খড়ি। সঙ্গে একটা দুর্দান্ত গল্প। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই একদিকে যেমন সন্দীপ্তার নতুন লুক দেখে উত্তেজিত সকলে, তেমন অন্যদিকে নিরঞ্জনকে প্রথম কোনও সিরিজে অভিনয় করতে দেখে প্রত্যেকে তাকে শুভকামনা জানিয়েছেন। প্রসঙ্গত, নির্ঝর পরিচালিত এই সিরিজটি হইচইয়ের পর্দায় মুক্তি পাবে আগামী ২৫ জুলাই।