রুদ্রনীল জানিয়েছিলেন, তৃণা ক্ষমা চাওয়ার সঙ্গে নিজের কিছু শর্তও চাপিয়েছেন। তাঁর সেই শর্তের সঙ্গে টাকার অঙ্ক জড়িয়ে রয়েছে। তাই পুরো বিষয়টি আলোচনা সাপেক্ষ। ক্যামেলিয়া প্রোডাকশন ও তাঁর প্রযোজনা সংস্থার সঙ্গে আলোচনার পরই পুরো বিষয়টা ঠিক হবে।
তৃণা সাহা-সোহিনী সরকার
'মাতঙ্গী' ওয়েবসিরিজের শ্যুটিং চলাকালীন সোহিনী সরকার ও তৃণা সাহার ঝামেলার ঘটনা এখন প্রায় অনেকেই জানেন। গত সপ্তাহেই এই ঝামেলার জেরে শ্যুটিং ফ্লোর ছেড়ে বের হয়ে গিয়েছিলেন তৃণা সাহা। তারপর থেকেই ওয়েব সিরিজের শ্যুটিং বন্ধ। এদিকে তৃণা সাহার এই কাণ্ডকারখানার প্রযোজনা সংস্থার যে আর্থিক ক্ষতি হয়েছে, কলাকুশলীদের কাজের যে সমস্যা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন 'মাতঙ্গী'র অন্যতম প্রযোজক রুদ্রনীল ঘোষ।
এখন শোনা যাচ্ছে, 'মাতঙ্গী' ওয়েব সিরিজ থেকেই নাকি বাদ পড়েছেন তৃণা সাহা। তৃণাকে বাদ দিয়ে অন্য অভিনেত্রীকে নিয়েই এবার শ্যুটিং শুরুর কথা ভাবছে প্রযোজনা সংস্থা। কিন্তু তৃণার জায়গায় কাকে নেওয়া হচ্ছে? জানা যাচ্ছে, তৃণার বদলে কাজ করার জন্য এই ওয়েব সিরিজের প্রস্তাব গিয়েছে রোশনি ভট্টাচার্যের কাছে। রোশনি তাঁর কাছে প্রস্তাব যাওয়ার খবর স্বীকারও করে নিয়ে জানিয়েছেন, তাঁর কাছে প্রস্তাব এসেছে, তবে চূড়ান্ত কিছু হয়নি। তিনি এখনও বিস্তারিত কিছুই জানেন না।