কে বলল ভাই ছাড়া রাখি পালন সম্ভব নয়। সব মিথ ভাঙলেন বলিপাড়ার এই দুই বোন। একে-অপরের হাতে রাখি পরিয়ে করলেন এই বিশেষ দিনের উদযাপন। চিনতে পারলেন এদের!
রাখি পালন করলেন বলিউডের দুই বোন শমিতা-শিল্পা।
১৯ অগস্ট গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে রাখিবন্ধন উৎসব। এদিন বোনেরা ভাইয়ের হাতে রাখি বেঁধে, ভাইয়ের মঙ্গল কামনা করেন। বর্তমানে যুগে বোনে ও দিদিরা নিজদের মধ্যেই রাখী বেঁধেও দিনটি উদযাপন করেন। এক্ষেত্রে পিছিয়ে নেই তারকারাও। বলিউডের এই দুই নায়িকা বোন, ভাইয়ের অভাব বোধ করতে রাজি নন এক ফোঁটাও। একে-অপরকে রাখি পরিয়েই করলেন রক্ষা করার অঙ্গীকার।
এরা হলেন শিল্পা আর শমিতা শেট্টি। শিল্পা-শমিতা ঐতিহ্য মেনে এই দিনটি পালন করছেন। বছরের পর বছর কীভাবে তাঁদের সম্পর্ক আরও সুন্দর হয়েছে, রাখীর দিনে সে কথাই ভাগ করে নেন তাঁরা। পাশাপাশি তাঁরা আজ দু'জনে কীভাবে আজকের দিনটি উপভোগ করছেন তাও জানান।
ব্যবসায়ী রাজ কুন্দ্রার স্ত্রী শিল্পা শেট্টি কুন্দ্রা প্রতিবছর রাখী উৎসব উদযাপনের প্রসঙ্গে বলেন, 'আমরা আজ আমাদের বোনদের বাড়িতে যাই, একসঙ্গে মজা করে ভালো সময় কাটাই এবং তারপর বাড়ি ফিরি। যেহেতু আমি একজন পাঞ্জাবিকে বিয়ে করেছি, তাই এখন আমি যে কোনও উৎসবই আরও উৎসাহের সঙ্গে উদযাপন করি।'
অন্যদিকে, শমিতা রাখীতে তাঁর বড় বোন এবং তাঁর পরিবারের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছেন। তিনি বলেছেন, ‘যেহেতু আমি একা থাকি, তাই যে কোনও উৎসবই আমি আমার পরিবারের সঙ্গে উদযাপন করতে বেশি পছন্দ করি। আমি মুনকির (শিল্পার ডাকনাম) বাড়িতে আসি এবং তাঁদের সঙ্গে এই দিনটা কাটাই। একটা বিষয় ছোট থেকে আমাদের মধ্যে গেঁথে দেওয়া হয় যে, ভাইয়ের হাতে রাখি বাঁধতে হয়, কারণ সে ছেলে, আর ছেলেরাই রক্ষা করে। কিন্তু আমার দিদি আমার সব বিপদে আমার পাশে থাকে, সব কিছু থেকে আমাকে রক্ষা করে। তাই কখনই আমি ভাইয়ের অভাব বোধ করি না।’
তাঁর বোনের সঙ্গে সহমত হয়ে শিল্পা বলেন, 'যাই ঘটুক না কেন, আমরা সব সময় একে অপরের পাশে থাকি, আর সেটা থাকতেও হবে। এই মানসিকতা নিয়ে বড় হয়েছি। তাই রাখির দিনও আমরা একসঙ্গে থাকি। শুধু রাখির বন্ধন নয়, আমাদের এই রক্তের বন্ধন আমাদের একত্রে বেঁধে রাখে।'