Shilpa Shetty daughter: মেয়ের তিন বছর বয়স পর্যন্ত এই প্রথম জন্মদিন পার্টি থ্রো করলেন শিল্পা এবং রাজ। পার্টির থিম ছিল ‘পেপা পিগ’। কোভিদের কারণে এতদিন ধুমধাম করে মেয়ের জন্মদিন পালন থেকে বিরত ছিলেন রাজ-শিল্পা। দেখুন অন্দরের ভিডিয়ো-
শিল্পা কন্যার জন্মদিন পার্টির অন্দরের ভিডিয়ো
মেয়ে সামিশা শেট্টির তিন বছরের জন্মদিন ধুমধাম করে পালন করলেন অভিনেত্রী শিল্পা শেট্টি। পার্টির অন্দরের ঝলকও শেয়ার করলেন অভিনেত্রী। শিল্পা কন্যার জন্মদিন পার্টিতে হাজির হয়েছিলেন বলিউডের একগুচ্ছ তারকা এবং স্টার কিডরা। ভেন্যুর বাইরে পাপারাৎজ্জির লেন্সবন্দি হন তাঁরা।
মেয়ের তিন বছর বয়স পর্যন্ত এই প্রথম জন্মদিন পার্টি থ্রো করলেন শিল্পা এবং রাজ। পার্টির থিম ছিল ‘পেপা পিগ’। কার্টুন দুনিয়ার এক নামী ক্যারেক্টার এই পেপা পিগ। দাদা বিহান এবং অন্যান্য খুদে সঙ্গী সাথীদের সঙ্গে পার্টিতে জমিয়ে মজা করেছেন খুদে সামিশা। শিল্পার শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রচুর রাইড, রঙিন বেলুনে সাজানো, পেপা পিগের আদলে পোশাক পরা ব্যক্তিদের।
মেয়ের জন্মদিন পার্টির অন্দরের ঝলক শেয়ার করে শিল্পা লেখেন, ‘যখন মেয়ে ৩ বছরে পা রাখতে প্রথম কোনওপ্রকার জন্মদিন পার্টির ব্যবস্থা করা হয়। যেন মনে হচ্ছে কোনও ছোটখাটো বিয়ে’। পার্টিতে বাবা রাজ কুন্দ্রা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ছবির জন্য় পোজ দিয়েছেন পুচকে সামিশা। আরও পড়ুন: প্রাক্তনের সঙ্গে বিচ্ছেদ, ৭-৮ বছর সময় নিয়েছেন সোহেলকে ‘হ্যাঁ’ বলতে, অকপট হনসিকা