Anushka-Virat: বাবা-মায়ের হাত ধরে ছোট্ট ছোট্ট পায়ে হাঁটছে ভামিকা। দু-দিক থেকে মেয়ের হাত ধরে রয়েছেন বিরাট এবং অনুষ্কা। সমুদ্র সৈকতের ধারে তোলা মিষ্টি ছবি ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছেন বিরাট।
ভামিকার মিষ্টি ছবি শেয়ার করলেন বিরাট
বাবা-মায়ের কাছে সন্তানের প্রথম মুখের বুলি ফোটা, ছোট্ট ছোট্ট পায়ে হাঁটছে শেখা, প্রথম যে কোনও মুহূর্তই খুব স্পেশাল হয়। এ যেন এক অন্য আবেগ। অভিনেত্রী অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি কাছেও মেয়ে ভামিকার প্রথম হাঁটতে শেখার মুহূর্তটা আজীবন মনে ধরে রাখার মতো।
বাবা-মায়ের হাত ধরে ছোট্ট ছোট্ট পায়ে হাঁটছে ভামিকা। দু-দিক থেকে মেয়ের হাত ধরে রয়েছেন বিরাট এবং অনুষ্কা। সমুদ্র সৈকতের ধারে তোলা এই আদরেমাখা ছবি শেয়ার করেছেন বিরাট। ক্যাপশনে, ঈশ্বরকে সমস্ত কিছু জন্য অনেক ধন্যবাদ জানিয়েছেন তারকা ক্রিকেটার। ভামিকার মিষ্টি ছবিতে ভালোবাসা উজাড় করেছেন বিরুষ্কা ভক্তরা।