বাংলা নিউজ > ঘরে বাইরে > বাঁশিধারী কৃষ্ণের চক্রধারী রূপও আছে - সেনার ‘আগুন ও আক্রোশ’-কে কুর্নিশ মোদীর
পরবর্তী খবর
একদিকে লক্ষ্য, চিনকে কড়া বার্তা দেওয়া। অন্যদিকে, সীমান্তে মোতায়েন বাহিনীর মনোবল বৃদ্ধি করা। লেহ সফরে সেই লক্ষ্য পূরণের জন্য কোনও কসুর ছাড়লেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সীমান্তে জওয়ানরা যে বীরত্বের পরিচয় দিচ্ছেন, সেজন্য তাঁদের ভূয়সী প্রশংসা করলেন। আবার নাম না করে চিনকে কড়া বার্তাও দিলেন। একনজরে দেখে নিন নিমোতে জওয়ানদের উদ্দেশে মোদীর ভাষণের সেরা কয়েকটি উক্তি -
1
আপনারা এবং আপনাদের সহকর্মীরা যে বীরত্ব দেখিয়েছেন, তা বিশ্বের কাছে ভারতের শক্তির সম্বন্ধে বার্তা পৌঁছে দিয়েছে।
2
লেহ, লাদাখ থেকে সিয়াচেন, কার্গিল এবং গালওয়ানের বরফশীতল জল..প্রত্যেক পাহাড়, প্রত্যেক শৃঙ্গ ভারতীয় জওয়ানদের বীরত্ব দেখেছে।
3
আপনারা যেখানে মোতায়েন আছেন, তার থেকেও বেশি আপনাদের সাহসিকতা।