বাংলা নিউজ > ঘরে বাইরে > Imran Khan: ডেথ ওভারে ‘চোরদের’ বিরুদ্ধে ইয়র্কার ইমরান খানের, পিচে নামার আবেদন পাক জনগণকে
পরবর্তী খবর
অনাস্থা প্রস্তাবের দিনক্ষণ যত এগিয়ে এসেছে, ততই মরিয়া ভাব ফুটে উঠেছে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের হাবভাবে। এই আবহে পাক মসনদে নিজের ‘ইনিংসের’ ডেথ ওভারে এসে বিরোধীদের বিরুদ্ধে শেষ একটা ইয়র্কার করার চেষ্টা করলেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক। এদিন এক ভিডিয়ো বার্তায় পাক জনগণের প্রতি ইমরান আবেদন করেন যাতে ২৭ মার্চ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের মিছিলে তারা যোগ দেয়। পাশাপাশি বিরোধীদের এদিন ‘চোরেদের দল’ বলেও সম্বোধন করেন ইমরান।