Qin Gang Missing Case: কিন গ্যাংয়ের নিখোঁজ রহস্যের মাঝেই চিনে নয়া বিদেশমন্ত্রী হলেন ওয়াং ই! উঠছে বহু প্রশ্ন Updated: 25 Jul 2023, 05:35 PM IST Sritama Mitra ৫৭ বছর বয়সী কিন গ্যাং এই মুহূর্তে কোথায় তা নিয়ে বহু প্রশ্ন উঠছে। চিনের সরকার পক্ষের দাবি, তিনি আপাতত অসুস্থ। দেশের একজন মন্ত্রী (বর্তমানে প্রাক্তন মন্ত্রী) এক মাস ধরে নিখোঁজ। তারপরও চিন জানাতে পারছে না তিনি কোথায়?