মাঙ্গি বাই। মধ্যপ্রদেশের বাসিন্দা। দাবি করা হচ্ছে তাঁর বয়স ১০০ বছর। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর পুত্র বলেই সম্বোধন করেন। আর সেই বৃদ্ধাই এবার তাঁর ২৫ বিঘা জমি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চান। ওই বৃদ্ধার ১৪জন সন্তান রয়েছে। তবুও তিনি মোদীকে তাঁর সন্তান হিসাবেই গণ্য করেন। এতটাই স্নেহ করেন তিনি।
মঙ্গলবার মধ্যপ্রদেশে একদিনের সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সেই সফর উপলক্ষ্যে তৎপর প্রশাসনিক কর্তারা।
এদিকে হিন্দুস্তানের খবর অনুসারে জানা গিয়েছে, ওই বৃ্দ্ধার বাড়ি রাজগড় জেলার হরিপুরাতে। তার আত্মীয়দের দাবি , বৃ্দ্ধার বয়স ১০০ বছর। বাড়ির দেওয়ালে তিনি মোদীর ছবি টাঙিয়ে রাখেন। যাতে তিনি প্রতিদিন ঘুম থেকে উঠেই মোদীর ছবি দেখতে পান। আসলে তিনি বলেন, মোদী আমাকে নানা ভাবে সহায়তা করেন। আমি মোদীর সঙ্গে দেখা করতে চাই। আমার ২৫ বিঘা জমি আমি মোদীকে দিতে চাই।
সংবাদমাধ্যমের সামনে কথা বলেছেন তিনি। তিনি জানিয়েছেন, মোদী প্রতি মাসে আমায় গম আর পেনশন দেন। আমার ১৪টি সন্তান। কিন্তু মোদীও আমারই সন্তান। আমি ২৫ বিঘা জমি তাদের দিতে চাই। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই।
তিনি সংবাদমাধ্যমের সামনে জানিয়েছেন, মোদী যাতে দীর্ঘজীবী হন সেকারণে তিনি রোজ প্রার্থনা করেন। আমি বহুবার টিভিতে মোদীকে দেখেছি। আমি তাঁর সঙ্গে দেখা করতে চাই। কিন্তু আমায় কে পরিচয় করিয়ে দেবে। আমার সন্তানদের মধ্য়ে মোদী খুব স্পেশাল। তিনি বয়স্কদের সহায়তা করেন। আমাদের খাবার দেন তিনি।
তিনি বলেন একবার যদি মোদীর সঙ্গে দেখা হয় তবে তাঁর মাথায় হাত রেখে আশীর্বাদ করব। এর সঙ্গেই তিনি বলেন, পেনশনটা একটু বৃদ্ধি করার জন্য আমি মোদীর কাছে অনুরোধ করব।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি অত্যন্ত স্নেহপ্রবণ ওই মহিলা। তাঁর কথায় প্রধানমন্ত্রী তাঁদের মতো বয়স্ক মানুষদের নানাভাবে সহায়তা করেন। এর জেরে তাঁদের অনেকটাই সুবিধা হয়। সেকারণেই তিনি মোদীর হাতে জমি তুলে দিতে চান। তাঁর দীর্ঘজীবনের কামনা করেছেন তিনি। এজন্য় তিনি নিয়মিত প্রার্থনাও করেন।
তাঁর কথায়, বহুবার টিভিতে মোদীকে দেখেছি। আমি তাঁর সঙ্গে দেখা করতে চাই। কিন্তু আমায় কে পরিচয় করিয়ে দেবে। আমার সন্তানদের মধ্য়ে মোদী খুব স্পেশাল। তিনি বয়স্কদের সহায়তা করেন। আমাদের খাবার দেন তিনি।