মাত্র ২৮ বছর বয়সেই ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিভারপুল তথা পর্তুগালের স্ট্রাইকার দিয়েগো জোটা। ভাই আন্দ্রে সিলভার সঙ্গে তিনি গাড়িতেই ছিল দুর্ঘটনার সময়। স্পেনের জামোরা এলাকা তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারাতেই ঘটে যায় দুর্ঘটনা, লেগে যায় আগুন। আর সেই আগুনেই ঝলসে প্রাণ হারান দুই ভাই জোটা এবং আন্দ্রে।
বেশ কয়েকটি রিপোর্টে জানা যাচ্ছে, দুর্ঘটনার সময় দিয়েগো জোটাই গাড়িটি চালাচ্ছিলেন। বেশ ভালোই গতিতে গাড়ি চালাচ্ছিলেন তিনি। এমনই সময়ই সামনের একটা গাড়িকে ওভারটেক করতে গিয়ে তাঁর ল্যাম্বরগিনির চাকা ফেটে যায়। আর তাতেই গাড়ির নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে ফেলেন লিভারপুলের এই তারকা স্ট্রাইকার। এরপর গাড়িটি পরপর উল্টে যেতে যেতেই একসময় আগুন লেগে যায়। আর সেই গাড়ি থেকে অত অল্প সময়ের মধ্যে বেরতে পারেননি পর্তুগিজ দুই ভাই। ঘটনাটি ঘটে স্পেনের সময় রাত সাড়ে বারোটা নাগাদ।
দিয়েগো জোটা লিভারপুলের এবারের ইপিএল জয়ের ক্ষেত্রে বড় অবদান রেখেছিলেন। সদ্য সমাপ্ত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও তিনি দলের বড় অস্ত্র ছিলেন, পর্তুগাল চ্যাম্পিয়নও হয়। এমনই তারকার অকাল নিহত হওয়ার ঘটনায়, বিবৃতি দিয়ে রোনাল্ডোর দেশের ফুটবল সংস্থার সভাপতি জানান, ‘পর্তুগিজ ফুটবল সংস্থা এবং এদেশের ফুটবলভক্তরা এই খবরে বিপর্যস্ত। ৫০টার ওপর আন্তর্জাতিক ম্যাচ খেললেও দিয়েগো জোটা মানুষ হিসেবে ছিলেন অত্যন্ত ভালো এবং সবার সঙ্গেই একইভাবে মিসতেন। দলের সবাই তো বটেই বিপক্ষের ফুটবলাররাও ওকে খুব সম্মান করত। সব সময়ই হাসি মুখে থাকত আর সবাইকে নিয়ে চলতেই পছন্দ করত ’।
২০১৬ সালে অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে সিনিয়র ফুটবলে নজরে আসেন দিয়েগো জোটা। ২০১৭ সালে উলভারহ্যাম্পটনের সঙ্গে তিনি লোনে চুক্তিবদ্ধ হন, এরপর তাঁকে সইও করায় উলফসরা। এরপর ২০২০ সালে লিভারপুলে যোগ দেওয়ার পরই বদলে যায় জোটার পারফরমেন্স। তিনি ২০২৪-২৫ মরশুমে আর্নে স্লটের ইপিএলজয়ী দলের এক বড় অস্ত্র হয়ে ওঠেন। সঠিক সময়ে জ্বলে ওঠার কারণেই পর্তুগালের নির্ভরযোগ্য স্ট্রাইকারদের মধ্যে অন্যতম হয়ে ওঠেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।