বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > UEFA Nations League: লুকা মদ্রিচ ধামাকা, নেদারল্যান্ডসকে হারিয়ে ফাইনালে ক্রোটারা
পরবর্তী খবর
UEFA Nations League: লুকা মদ্রিচ ধামাকা, নেদারল্যান্ডসকে হারিয়ে ফাইনালে ক্রোটারা
1 মিনিটে পড়ুন Updated: 15 Jun 2023, 04:15 PM ISTTania Roy
ক্রোয়েশিয়ার হয়ে ২০১৮ বিশ্বকাপের ফাইনাল খেলেছেন মদ্রিচ। সেবার হারতে হয়েছিল ফ্রান্সের কাছে। চিরসবুজ মদ্রিচের জন্য দেশের হয়ে এবারের নেশনস লিগই সম্ভবত শিরোপা জয়ের শেষ সুযোগ।
লুকা মদ্রিচ।
লুকা মদ্রিচ ৩৭ বছর বয়সেও যেন চির সবুজ। দেশের হয়ে এখনও আগুনে মেজাজে খেলে চলেছেন। বয়সটা তাঁর কাছে নেহাৎ-ই সংখ্যা মাত্র। তাঁর সৌজন্যে উয়েফা নেশনস লিগের ফাইনালে পৌঁছে গেল ক্রোয়েশিয়া।
উয়েফা নেশনস লিগের আয়োজক নেদারল্যান্ডসকে হারিয়ে চমকে দিল ক্রোয়েশিয়া। বুধবার রাতে নেদারল্যান্ডসকে ৪-২ হারায় তারা। ২০১৮ বিশ্বকাপে রানার্স এবং ২০২২ বিশ্বকাপে তৃতীয় হওয়ার পর বিশ্বমঞ্চে আবার বড় সাফল্য পেল ক্রোয়েশিয়া। এখন শুধু শিরোপা জয়ের অপেক্ষা।
ম্যাচের নির্ধারিত সময় পর্যন্ত খেলার ফল ছিল ২-২। খেলা গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। ৯৮ মিনিটে ব্রুনো পেতকোভিচের দূরপাল্লার শটে করা গোলের উৎস ছিলেন মদ্রিচ। ১১৬ মিনিটে ডাচ ডিফেন্ডার টাইরাল মালাসিয়া নিজেদের বক্সে মদ্রিচকে ফেলে দিলে পেনাল্টি পায় ক্রোয়েশিয়া। পেনাল্টি আদায়ের পর স্পটকিক থেকে গোল করে ক্রোটদের জয় নিশ্চিত করেন চিরসবুজ মিডফিল্ডার মদ্রিচ। ম্যাচের সেরাও হন তিনি।
নির্ধারিত সময়ে ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল নেদারল্যান্ডসই। ৩৪ মিনিটে ডাচদের এগিয়ে দেন ডনিয়েল ম্যালেন। ৫৫ মিনিটে ক্রামারিচের পেনাল্টি থেকে করা গোলে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। ৭২ মিনিটে মারিয়ো পাসালিচের গোলে মদ্রিচরা এগিয়ে গেলেও, ম্যাচ শেষের কিছুক্ষণ আগে নোয়া ল্যাংয়ের গোলে সমতা ফেরায় ডাচেরা।
কিন্তু অতিরিক্ত সময়ে দুই গোল হজম করে আন্তর্জাতিক টুর্নামেন্টে শিরোপা জয় অধরাই থাকল কমলা ব্রিগেডের। ১৯৮৮ ইউরোর পর আন্তর্জাতিক টুর্নামেন্টে আর কোনও শিরোপা জিততে পারেনি নেদারল্যান্ডস। ৩৫ বছরের খরা কবে কাটবে, জানা নেই। নিঃসন্দেহে অপেক্ষা আরও বাড়ল।
ক্রোয়েশিয়ার হয়ে ২০১৮ বিশ্বকাপের ফাইনাল খেলেছেন মদ্রিচ। সেবার হারতে হয়েছিল ফ্রান্সের কাছে। চিরসবুজ মদ্রিচের জন্য দেশের হয়ে এবারের নেশনস লিগই সম্ভবত শিরোপা জয়ের শেষ সুযোগ।
ক্রোয়েশিয়ার হয়ে ১৭ বছরের ক্যারিয়ারে কোনও আন্তর্জাতিক শিরোপা নেই মদ্রিচের। নেশনস লিগে অপর সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হবে ইতালি। এই ম্যাচে জয়ী দল রবিবার ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে।
মদ্রিচ শিরোপা জিততে মুখিয়ে। দেশের হয়ে তিনি গৌরবগাঁথা লিখেই ক্যারিয়ারে ইতি টানতে চান। ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচ বলেছেন, ‘ও আমাদের চ্যাম্পিয়ন হতে সাহায্য করতে পারে। ফাইনালের পর ও নিজের (ভবিষ্যৎ) ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তবে ও থাকলে আমরা খুব ভালো দল হয়ে উঠি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।