মাইলস্টোন ম্যাচে মাঠে নেমে উইকেট নেওয়ার নতুন মাইলফলক ছুঁলেন অমিত মিশ্র। শারজায় কলকাতা নাইট রাইডার্সের তরুণ ওপেনার শুভমন গিলকে আউট করার সঙ্গে সঙ্গেই দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে উইকেট নেওয়ার সেঞ্চুরি করেন মিশ্র।
প্রথমত, আইপিএলে এটি অমিত মিশ্রর ১৫০তম ম্যাচ ছিল। গিলের উইকেটটি দিল্লির জার্সিতে মাঠে নেমে মিশ্রর ১০০তম শিকার। অর্থাৎ, মাইলস্টোন ম্যাচে দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে উইকেট নেওয়ার নতুন মাইলস্টোন স্থাপন করেন তিনি। দিল্লি ক্যাপিটালসের প্রথম বোলার হিসেবে তিনি এমন কৃতিত্ব অর্জন করেন।
(আইপিএলের যাবতীয় আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
সার্বিকভাবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ১৫০ ম্যাচে অমিত মিশ্র ১৬০টি উইকেট নিয়েছেন। আইপিএলের ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।