চেন্নাইয়ের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে খেলার সময়েই চোট পান গুজরাটের তারকা ব্যাটার কেন উইলিয়ামসন। আর রবিবার গুজরাট টাইটন্সের পক্ষ থেকে আনুষ্ঠানি ভাবে জানিয়ে দেওয়া হয় যে, হাঁটুর চোটের কারণে ছিটকে গিয়েছেন কিউয়ি তারকা।
২০২৩ আইপিএল থেকে ছিটকে গেলেন কেন উইলিয়ামসন।
শুক্রবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসকে (সিএসকে) পাঁচ উইকেটে পরাজিত করার সুখটা বেশীক্ষণ উপভোগ করা হল না গুজরাট টাইটান্সের। ২০২৩ আইপিএলের শুরুটাও দুরন্ত ছন্দে করলেও, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স বিশাল বড় ধাক্কা খেল। শেষ পর্যন্ত চোটের কারণে গোটা আইপিএল থেকেই ছিটকে গেলেন কেন উইলিয়ামসন।
চেন্নাইয়ের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে খেলার সময়েই চোট পান গুজরাটের তারকা ব্যাটার কেন উইলিয়ামসন। আর রবিবার গুজরাট টাইটন্সের পক্ষ থেকে আনুষ্ঠানি ভাবে জানিয়ে দেওয়া হয় যে, হাঁটুর চোটের কারণে ছিটকে গিয়েছেন কিউয়ি তারকা।
গুজরাট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেন উইলিয়ামসনের চোটের খবর জানিয়ে লিখেছেন, ‘আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সিজন ওপেনারে চোটের কারণে কেন উইলিয়ামসন ২০২৩ আইপিএল থেকে বাদ পড়লেন। আমরা আমাদের টাইটান্স প্লেয়ারের দ্রুত আরোগ্য কামনা করি এবং তার দ্রুত প্রত্যাবর্তনের প্রত্যাশা করি।’
শুক্রবার চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময়েই চোটের কবলে পড়েন কেন উইলিয়ামসন। চেন্নাইয়ের ইনিংস চলার সময়ে অনেকটা লাফিয়ে একটি ছয় বাঁচানোর চেষ্টা করেছিলেন উইলিয়ামসন। ছয় বাঁচাতে পারলেও, মাটিতে পড়ার সময়ে হাঁটুতে চোট পান তিনি। তাঁর মুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। ডিপ স্কোয়ার লেগে ফিল্ডিং করার সময় অনেকটা লাফিয়ে উড়ে আসা বল ধরলেও, মাটিতে নামার সময় উইলিয়ামসনের পা ঠিক মতো পড়েনি। যার জেরেই ঘটে বিপত্তি। উইলিয়ামসন গুরুতর চোট পান।
এর পর মাঠেই ছুটে আসেন দু’দলের ফিজিও। প্রাথমিক চিকিৎসা শুরু হয় মাঠেই। সিএসকে-র ইনিংসের ১৩তম ওভারে এই চোট পান উইলিয়ামসন। কিন্তু চোট এতটাই গুরুতর ছিল যে ,সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না কেন উইলিয়ামসন। পরে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। ফিজিয়োদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে হয় উইলিয়ামসনকে। পরে আর দলের হয়ে ব্যাট করতে পারেননি। উইলিয়ানসনের বদলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সাই সুদর্শনকে খেলায় গুজরাট।
জানা গিয়েছে, নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়কের এসিএল চোট হয়েছে। সারতে কয়েক সপ্তাহ লাগবে। শুধু আইপিএল নয়, এই চোটের কারণে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে উইলিয়ামসনকে। সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ছিলেন কেন উইলিয়ামসন। তবে এ বার তাঁকে কিনে নিয়েছিল গুজরাট। দলের ব্যাটিংয়ের অন্যতম ভরসা ছিলেন তিনি। তাঁর ছিটকে যাওয়া নিঃসন্দেহ হার্দিক পাণ্ডিয়াদের কাছে বড় ধাক্কা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।