নিজের মুম্বই ইন্ডিয়ান্স সতীর্থ ডেওয়াল্ড ব্রেভিসের সঙ্গে একটি কথোপকথনে সূর্য এই আবদার করে বসেছেন। দলের তরুণ ব্যাটসম্যানের কাছে ভারতীয় ক্রিকেটার নো লুক শট শেখার আবদার করে ভারতীয় দলের স্কাই জানান তিনি ব্রেভিসের মতো সেই শটটি খেলতে চান।
ডেওয়াল্ড ব্রেভিসের কাছ বড় আবদার রাখলেন সূর্যকুমার যাদব (ছবি-সূর্যকুমার যাদব)
বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যান সূর্যকুমার যাদব তাঁর খেলার উন্নতির জন্য অনেক কিছু শিখতে আগ্রহী। তাঁর ৩৬০ ডিগ্রি শট দেখে ক্রিকেট বিশ্ব চমকে গিয়েছে। তবে এবার Baby AB ডেওয়াল্ড ব্রেভিসের কাছ থেকে ‘নো লুক শট’ শিখতে চান সূর্যকুমার যাদব। নিজের মুম্বই ইন্ডিয়ান্স সতীর্থ ডেওয়াল্ড ব্রেভিসের সঙ্গে একটি কথোপকথনে সূর্য এই আবদার করে বসেছেন। দলের তরুণ ব্যাটসম্যানের কাছে ভারতীয় ক্রিকেটার নো লুক শট শেখার আবদার করে ভারতীয় দলের স্কাই জানান তিনি ব্রেভিসের মতো সেই শটটি খেলতে চান। সূর্যকুমার যাদব আরও জানিয়েছেন যে তিনি সময়ে সময়ে ব্রেভিসের মতো শট খেলার চেষ্টা করেন।
এর জবাবে দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটসম্যান বলেছিলেন যে তিনি এই শটটি সূর্যকুমার যাদবকে শেখাবেন তবে বিনিময়ে তাঁকে ব্রেভিসকে কিছু শট শেখাতে হবে। মুম্বই ইন্ডিয়ান্স তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়ো শেয়ার করেছে, যাতে সূর্যকুমার যাদবের সঙ্গে ডেওয়াল্ড ব্রেভিসের একটি আড্ডার ভিডিয়ো প্রকাশ করা হয়। এই ভিডিয়োতে দেখা যায় ব্রেভিসকে সূর্য বলছেন, ‘আপনি যেভাবে ব্যাট করছেন আমি সেভাবে খেলতে চাই। আপনাকে আমাকে নো লুক শট শেখাতে হবে।’
এ বিষয়ে তরুণ খেলোয়াড় বলেন, ‘আমি অবশ্যই তোমাকে এই শট শেখাব। এটা আমার জন্য একটি সম্মানের হবে। কিন্তু বিনিময়ে তোমাকেও আমাকে কিছু শট শেখাতে হবে। আমি আপনাকে একটি মজার জিনিস বলতে চাই. আমার নো লুক শট স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়। এটা বেশ অদ্ভুত ব্যাপার। আমি জানি না এটা কিভাবে হয়। আমার মনে হয় যখনই মাথা নীচু করে ভাবি, তখনই শটটা খুব ভালো খেলা হয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।