Madhya Pradesh vs Andhra Ranji Trophy Quarter Final: রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ব্যাট হাতে জাতীয় নির্বাচকদের নজর কাড়ার সুযোগ হনুমা বিহারীর সামনে।
শতরান রিকির। ছবি- বিসিসিআই।
ভারতের টেস্ট দলের হয়ে নিয়মিতভাবে মাঠে নামার সুযোগ পেতেন না হনুমা বিহারী। যতটুকু সুযোগ পেয়েছেন, আলাদা করে নিজের ছাপ রেখেছেন। যদিও মিডল অর্ডারের ট্রাফিক জ্যামে আটকে শেষমেশ বিহারীকে বাদ পড়তে হয় জাতীয় দল থেকে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ২টি ম্যাচের স্কোয়াডে জায়গা হয়নি বিহারীর। এই অবস্থায় সুযোগ রয়েছে রঞ্জি ট্রফির মঞ্চে বড় রানের ইনিংস খেলে জাতীয় নির্বাচকদের চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার। টুর্নামেন্টে ইতিউতি রান পেয়েছেন তিনি। তবে কোয়ার্টার ফাইনালের মতো বড় মঞ্চে ব্যাট হাতে সফল হলে নিশ্চিতভাবেই নির্বাচকদের নজর কেড়ে নেবেন হনুমা।
মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ব্যাট হাতে শুরুটা মন্দ করেননি বিহারী। তবে প্রথম ইনিংসে দুর্ভাগ্য তাড়া করে বেড়ায় অন্ধ্র দলনায়ককে। ব্যক্তিগত ১৬ রানের মাথায় অবসৃত হন হনুমা। ৩৭ বলের ইনিংসে তিনি ৩টি বাউন্ডারি মারেন।
ক্যাপ্টেন মাঠ ছাড়লেও ব্যাট হাতে দলকে নির্ভরতা দেন উইকেটকিপার রিকি ভুই। প্রথম ইনিংসে তিনি দুর্দান্ত শতরান করেন। যদিও সেঞ্চুরিতে পৌঁছেই দায়ভার কাঁধ থেকে ঝেড়ে ফেলেননি রিকি। তিনি অপরাজিত থাকেন প্রথম দিনের শেষে।
হোলকার ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে অন্ধ্রকে শুরুকে ব্যাট করতে পাঠায় মধ্যপ্রদেশ। দলগত ৫৮ রানের মধ্যে দুই ওপেনারের উইকেট হারিয়ে বসে অন্ধ্র। সিআর জ্ঞানেশ্বর ৪৮ বলে ২৪ রান করেন। তিনি ৫টি চার মারেন। অভিষেক রেড্ডি ২১ বলে ২২ রান করেন। তিনি ৩টি চার মারেন।
প্রথম দিনের শেষে অন্ধ্র ৮৮ ওভার ব্যাট করে ২ উইকেটের বিনিময়ে ২৬২ রান তোলে। ১১৫ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন রিকি। ২০০ বলের ইনিংসে তিনি ১২টি চার ও ১টি ছক্কা মারেন। ৮৩ রান করে নট-আউট থাকেন করণ শিন্দে। ২২২ বলের ইনিংসে তিনি ৯টি চার ও ১টি ছক্কা মারেন।
মধ্যপ্রদেশের হয়ে প্রথম দিনে ২টি উইকেটই তুলে নেন গৌরব যাদব। উইকেট পাননি আবেশ খান। প্রথম দিনে সাদামাটা বোলিং করেন তিনি। ১৯ ওভার বল করে ৬৬ রান খরচ করেন আবেশ। উইকেট পাননি অনুভব আগরওয়াল, কুমার কার্তিকেয়া, সরাংশ জৈন, শুভম শর্মারাও।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।