বাংলা নিউজ > ময়দান > Smriti Mandhana in WPL Auction 2023: ৩.৪ কোটি টাকা উড়ল নিলামে! উচ্ছ্বাসে ফেটে পড়লেন স্মৃতি-সহ ভারতীয় দল - ভিডিয়ো
পরবর্তী খবর
Smriti Mandhana in WPL Auction 2023: ৩.৪ কোটি টাকা উড়ল নিলামে! উচ্ছ্বাসে ফেটে পড়লেন স্মৃতি-সহ ভারতীয় দল - ভিডিয়ো
1 মিনিটে পড়ুন Updated: 13 Feb 2023, 03:56 PM ISTAyan Das
Smriti Mandhana in WPL Auction 2023: ইমেন্স প্রিমিয়ার লিগের নিলামের (WPL Auction 2023) শুরুতেই স্মৃতির নাম ওঠে। তাঁর জন্য পুরো টাকা উজাড় করে দেয় ফ্র্যাঞ্চাইজিগুলি। তিন কোটি ৪০ লাখ টাকায় মন্ধানাকে নেয় আরসিবি। সেইসময় বিশ্বকাপের মঞ্চ থেকেই নিলামের দিকে নজর ছিল ভারতীয় দলের।
৩.৪ কোটি টাকায় দল পেয়েছেন। উচ্ছ্বাস স্মৃতি মন্ধানার। (ছবি সৌজন্যে জিয়ো সিনেমা)
যত বাড়ছে দর, তত রুমের মধ্যে বাড়ছে গলার আওয়াজ। শেষপর্যন্ত তিন কোটি ৪০ লাখ টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) স্মৃতি মন্ধানাকে নিতেই তুমুল হর্ষধ্বনিতে ভরে উঠল পুরো রুম। নিজেও উচ্ছ্বাসে ফেটে পড়লেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। যে উচ্ছ্বাসের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভারতীয় দলের উচ্ছ্বাস দেখে মজেছেন নেটিজেনরা।
সোমবার উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামের (WPL Auction 2023) শুরুতেই স্মৃতির নাম ওঠে। তাঁর জন্য পুরো টাকা উজাড় করে দেয় ফ্র্যাঞ্চাইজিগুলি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তিন কোটি ৪০ লাখ টাকায় মন্ধানাকে নেয় আরসিবি। যে মন্ধানার বেসপ্রাইজ ছিল ৫০ লাখ টাকা। আপাতত উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে সবথেকে বেশি দর উঠেছে স্মৃতির জন্যই।
সেই নিলামের মুহূর্ত দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি দেখছিলেন স্মৃতিরা। পুরো ভারতীয় দলের সঙ্গে বসে রুমে সেই নিলামে দেখছিলেন। পাশে বসেছিলেন রিচা ঘোষ, ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌররা। যত দর বাড়ছিল স্মৃতির, বড় স্ক্রিনে নিলাম দেখতে-দেখতে তত আনন্দে আত্মহারা হয়ে উঠছিলেন জেমিমা রদ্রিগেজরা। একটা করে মাইলস্টোন পার করছিলেন স্মৃতি, আর হাততালিতে কান পাতা দায় হচ্ছিল।
)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।