Congress: আলিপুরদুয়ারে বাম শরিকের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার দাবি কংগ্রেসের অন্দরে
1 মিনিটে পড়ুন Updated: 27 Mar 2024, 11:15 AM ISTMD Aslam Hossain
সবমিলিয়ে পুরুলিয়া, কোচবিহার, আলিপুরদুয়ারের মতো কিছু আসনে জট তৈরি হয়েছে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে, সিপিএমের সঙ্গে কংগ্রেসের সমঝোতা হলেও এখনও বাম শরিক দল ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআইয়ের মতো বাম দলগুলির সঙ্গে কোনও আলোচনা হয়নি। ফলে এনিয়ে জট অব্যাহত রয়েছে।
আলিপুরদুয়ারে বাম শরিকের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার দাবি কংগ্রেসের অন্দরে
লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট করেছে সিপিএম। দুই দলের মধ্যে আসন নিয়ে সমঝোতা হলেও তা অলিখিত। তবে বেশ কয়েকটি আসনে সমঝোতা এখনও বাকি রয়েছে। সেই আসনগুলি নিয়ে দুই দলের মধ্যে এখনও টানাপোড়েন চলছে। সেই সমস্ত আসনগুলিতে প্রার্থী দেওয়া নিয়ে দলের অন্দরেই অসন্তোষ দেখা দিয়েছে। তার মধ্যে একটি হল আলিপুরদুয়ার। জেলা নেতৃত্বই এনিয়ে সুর চড়িয়েছ।
কোচবিহারে প্রার্থী দিয়েছে কংগ্রেস। তারপরেই আলিপুরদুয়ারে প্রার্থী দেওয়া নিয়ে সুর চড়িয়েছে কংগ্রেস নেতৃত্ব। এনিয়ে দলের অন্দরে অসন্তোষ দেখা দিতেই অবশ্য তড়িঘড়ি পদক্ষেপ করেছে কংগ্রেস। সেক্ষেত্রে বদল করে দেওয়া হয়েছে আলিপুরদুয়ারে জেলা সভাপতি। রাজনৈতিক মহলের মতে, আসন নিয়ে অসন্তোষ দেখা দেওয়ার জন্যই বিষয়টি ধামাচাপা দিতে এমন পদক্ষেপ কংগ্রেসের।
কংগ্রেস সূত্রের খবর,সবমিলিয়ে পুরুলিয়া, কোচবিহার, আলিপুরদুয়ারের মতো কিছু আসনে জট তৈরি হয়েছে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে, সিপিএমের সঙ্গে কংগ্রেসের সমঝোতা হলেও এখনও বাম শরিক দল ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআইয়ের মতো বাম দলগুলির সঙ্গে কোনও আলোচনা হয়নি। ফলে এনিয়ে জট অব্যাহত রয়েছে। কারণ তাদের সঙ্গে সমঝোতা না হওয়ায় তারা আসন ছাড়তে নারাজ।
এরফলে বেশকিছু আসনে কংগ্রেসের পালটা প্রার্থী দিয়েছে বাম শরিক দলগুলি। যেমন পুরুলিয়ায় কংগ্রেস প্রার্থী দেওয়া সত্ত্বেও সেখানে পালটা প্রার্থী দিয়েছে বাম শরিক দল ফরওয়ার্ড ব্লকও। আবার কোচবিহারেও ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়েছে। সেখানে পালটা কংগ্রেস প্রার্থী দিয়েছে। এদিকে, আলিপুরদুয়ারে প্রার্থী দিয়েছে বাম শরিক দল আরএসপি। তবে সেখানে কোনও প্রার্থী দেয়নি কংগ্রেস। আর এই নিয়ে দলের নেতৃত্ব অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, সিপিএমের সঙ্গে আসন সমঝোতা হলেও সেই অর্থে বাম শরিকের সঙ্গে সমঝোতা হয়নি। তাহলে আলিপুরদুয়ারে কংগ্রেসের প্রার্থী দিতে আপত্তি কোথায়। হাত শিবিরে এই নিয়ে দাবি ওঠার পরেই দলের অন্দরে অসন্তোষ প্রকাশ পেয়েছে।