প্রথম টেস্টে ভারতীয় ব্যাটারদের ভালো পারফরমেন্সের পর টিম ইন্ডিয়ার লোয়ার ব্যাটিং অর্ডার এতটাই খারাপ পারফরমেন্স করেছে যে ম্যাচে প্রায় সাড়ে আটশো রান তোলার পরেও টিম ইন্ডিয়া হারের মুখ দেখেছে। বুধবার থেকে শুরু হচ্ছে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট। সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ টিম ইন্ডিয়ার কাছে। এই ম্যাচে আদৌ বুমরাহ খেলবেন কিনা সেটা এখনও স্পষ্ট নয়, তারকা পেসার না খেললে বল হাতে কাজটা আরও কঠিন হয়ে যাবে টিম ইন্ডিয়ার।
যদিও বোলারদের থেকে শুধু বোলিং নয়, একটু আধটু ব্যাটিংও চাইছে টিম ম্যানেজমেন্ট। তাই দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় দলের বোলার তথা টেলেন্ডারদের নিয়ে বাড়তি ব্যাটিং অনুশীলন করানো হল। বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে এক্স হ্যান্ডেলে, সঙ্গে ক্যাপশন দেওয়া রয়েছে হার্ডওয়ার্ক নেভার স্টপস। বোলার্স ডে আউট উইথ ব্যাট ইন টিম ইন্ডিয়া নেটস।