রোহিত শর্মার উদ্দেশ্যে কড়া বার্তা প্রাক্তন অজি ক্রিকেটার মার্ক ওয়া'র। তিনি বলেন, ভারতের টেস্ট অধিনায়কের কাছে নিজের কেরিয়ার বাঁচানোর জন্য আর একটা ইনিংস রয়েছে। আর তাঁর এই মন্তব্য এমন সময় এসেছে যখন রান পেতে বারবার ব্যর্থ হচ্ছেন রোহিত। এখনও পর্যন্ত চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে সেইভাবে রান করতে পারেননি তিনি। পার্থে প্রথম টেস্ট ম্যাচটি পারিবারিক কারণে খেলেননি রোহিত। অ্যাডিলেড টেস্ট থেকে দলকে নেতৃত্ব দেওয়া শুরু করেন তিনি। টেস্ট ক্রিকেটে শেষ ১৪ ইনিংসে রোহিতের পরিসংখ্যান যথেষ্ট চিন্তাজনক। এই সময় তিনি রান করেছেন মাত্র ১৫৫, গড় ১১.০৭। এই সময়কালে রোহিতের ব্যাট থেকে এসেছে মাত্র একটি হাফ সেঞ্চুরি। এখনও পর্যন্ত এই সিরিজে ৪ ইনিংসে ব্যাট করেছেন তিনি। রান করেছেন যথাক্রমে ১০, ৩, ৬ এবং ৩ ।
ব্যাটিংয়ের পাশাপাশি রোহিতের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।ফক্স ক্রিকেটে বক্তব্য রাখার সময় রোহিতের উদ্দেশ্যে কড়া বার্তা দেন অজি কিংবদন্তি ওয়া। তিনি বলেন, উনি যদি ভারতীয় ক্রিকেটের নির্বাচক হতেন তবে রোহিতকে নিজেকে প্রমাণ করার জন্য মেলবোর্নের দ্বিতীয় ইনিংসটি শুধু দিতেন।
ওয়া বলেন, “আমি যদি এখন একজন নির্বাচক হতাম, এবং সে যদি দ্বিতীয় ইনিংসে রান না করে এবং আমরা একটি গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচে সিডনিতে যাই, আমি বলতাম 'রোহিত তোমাকে ধন্যবাদ তোমার অবদানের জন্য, তুমি একজন দুর্দান্ত খেলোয়াড়, কিন্তু আমরা জসপ্রীত বুমরাহকে সিডনি টেস্টের জন্য অধিনায়ক হিসেবে বেছে নিতে যাচ্ছি এবং এখানেই তোমার ক্যারিয়ারের শেষ।’ রোহিত শর্মার জন্য সময়টা কঠিন...তার শেষ ১৪ ইনিংসে ব্যাটিং গড় ১১। বোঝা যাচ্ছে যে সে তার সেরা সময় অতিক্রম করে এসেছে। এটা সব খেলোয়াড়ের ক্ষেত্রেই ঘটে। সব মহান খেলোয়াড় কোনও না কোনও পর্যায়ে এসে ফুরিয়ে যায়।"
অন্যদিকে অপর প্রাক্তন অজি ব্যাটসম্যান মাইক হাসি মনে করেন, রোহিতের থেকে জানার প্রয়োজন রয়েছে তিনি মানসিক এবং শারীরিকভাবে কোন পর্যায় রয়েছেন। ওয়া এর প্রেক্ষিতে বলেন, তার প্রয়োজন নেই, রোহিতের ব্যাটিংই সেই জবাব দিয়ে দিচ্ছে। তিনি বলেন, ‘আমার মনে হয় না তা জানার প্রয়োজন রয়েছে, দেখাই যাচ্ছে ও কোথায় রয়েছে। সংখ্যা কখনও মিথ্যে বলে না…..।’ সব মিলিয়ে বেশ চাপে রয়েছেন রোহিত শর্মা। এখন দেখার দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে তিনি কী করে দেখাতে পারেন।