Prosenjit-Arpita: নিন্দকদের মুখে ছাই! ছেলের জন্মদিনের পার্টিতে রোম্যান্টিক প্রসেনজিৎ-অর্পিতা, ফাটিয়ে নাচলেন
1 মিনিটে পড়ুন Updated: 08 Jan 2023, 03:08 PM IST- ’ গানে বাবা-মায়ের সঙ্গে নাচতে দেখা গেল তৃষাণজিৎ-কেও।
২০০২ সালে অর্পণা গুহঠাকুরতার সঙ্গে দ্বিতীয় বিয়ে ভাঙার পর সহকর্মী অর্পিতা পালকে বিয়ে করেন প্রসেনজিৎ। দেখতে দেখেত দাম্পত্যের দু-দশক পার করে ফেলেছেন এই জুটি।
ছেলের জন্মদিনের পার্টিতে ডান্স ফ্লোরে প্রসেনজিৎ-অর্পিতা (ছবি-ফেসবুক)
আরও পড়ুন-প্রেমে মজেছেন প্রসেনজিৎ পুত্র? জন্মদিনে বিশেষ মানুষের ছবি সামনে আনলেন তৃষাণজিৎ!
মিশুকের জন্মদিনের পার্টিতে বিশেষ চর্চায় থাকল কেক। ছেলে আর্জেন্টিনার ভক্ত, লিও মেসির ‘ডাই হার্ট ফ্যান’। মেসিদের বিশ্বকাপ জয়ের থিমই উঠে এল মিশুকের ১৮তম জন্মদিনের কেকে। কেক কেটে বাবা-মা'র পা ছুঁয়ে আর্শীবাদ নিতেও দেখা গিয়েছে প্রসেনজিৎ-অর্পিতা পুত্রকে। তারকা দম্পতি বহুবার জানিয়েছেন অভিনয়ে বিশেষ আগ্রহ নেই মিশুকের। ফুটবলই ছেলের ধ্যানজ্ঞান। বিদেশে পড়াশোনা করছে তৃষাণজিৎ, সঙ্গে সমানতালে চলছে ফুটবল প্র্যাক্টিস।
আরও পড়ুন-রিক্সায় চেপে এন্ট্রি! ‘কলকাতার রসগোল্লা’ গানে ফাটিয়ে নাচ,বর্ধমানের মন জিতল মিঠাই
দিন কয়েক আগে ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ ছবির গানে রিল ভিডিয়ো বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল মিশুক। এবার জন্মদিনের পার্টিতে নেচে ভাইরাল মিশুক। সবার মনেই প্রশ্ন, চট্টোপাধ্যায় পরিবারের নতুন প্রজন্ম কি পরিবারের পরম্পরা বজায় রেখে অভিনয়ে আসবে না? উত্তরটা তো সময়ই বলে দেবে। তবে সুদর্শন তৃষাণজিৎ-কে দেখে মুগ্ধ নেটপাড়া।