শেষ হতে চলেছে অপেক্ষা। বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘মেট্রো ইন দিনো’। আগামীকাল অর্থাৎ ৪ জুলাই একগুচ্ছ তারকাদের নিয়ে আসতে চলেছে ছবিটি। ছবি মুক্তির কয়েক ঘন্টা আগেই শুরু হয়ে গিয়েছে advance booking।
অনুরাগ বসু পরিচালিত ‘লাইফ ইন মেট্রো’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০০৭ সালে। দ্বিতীয় পর্ব অর্থাৎ লুডো মুক্তি পায় ২০২০ সালে। তবে এই সিনেমাটি তৈরি করার পরিকল্পনা ছিল না পরিচালকের, বরং প্রয়াত অভিনেতা ইরফান খানের পরামর্শ মেনেই ছবিটি তৈরি করেছেন অনুরাগ।
আরও পড়ুন: শ্যুটিংয়ের ফাঁকেই কেক কাটিং, দুই কৌশিকের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন জয়া
আরও পড়ুন: গলায় পদ্মমালা, মাথায় মুকুট, দেবী লক্ষ্মীর বেশে বাসবদত্তা! কীসের শ্যুটিং সারলেন তিনি?
এই সিনেমাটি তৈরি হয়েছে একটি ব্যস্ততম বড় শহরের মধ্যে লুকিয়ে থাকা প্রেম, ভালোবাসা, অভিমানকে ঘিরে। বিভিন্ন মানুষের জীবনে প্রেম দেখানো হয়েছে ছবিতে। একমাত্র কঙ্কনা সেন শর্মাই এমন একজন অভিনেত্রী যিনি দুটি পর্বে অভিনয় করেছেন।
কঙ্কনা ছাড়া এই ছবিতে অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর, সারা আলি খান, ফাতিমা সানা শেখ, আলি ফজল, অনুপম খের, পঙ্কজ ত্রিপাঠি, কঙ্কনা সেন শর্মা এবং নীনা গুপ্তা।
অনুরাগ বসু পরিচালিত এই ছবিটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষাণ কুমার, অনুরাগ বসু, এবং তানি বসু। সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম। আপাতত এই ছবির হাত ধরে নস্টালজিক হয়ে উঠবেন দর্শকরা।
আরও পড়ুন: গায়ে লেপ্টে ভিজে শাড়ি, বৃষ্টিতে আগুন ধরালেন তন্বী! 'হট...', লিখলেন রাহুল
আরও পড়ুন: নতুন মেজাজে আসছে জি বাংলার 'সা রে গা মা পা'! কবে থেকে শুরু হবে সম্প্রচার?
প্রসঙ্গত, শিবানী ও পরিমল, কাজল ও মন্টি, শ্রুতি ও আকাশ এবং চুমকি ও পার্থ, এই চার যুগলের জীবন এবং সম্পর্ক নিয়ে তৈরি এই ছবিটির শ্যুটিং হয়েছে কলকাতা, দিল্লি এবং বেঙ্গালুরুতে। তবে এই সিনেমা দেখতে দেখতে কোথাও যেন বারবার মনে পরে যাবে ইরফান খান ও কে কে-এর কথা।