বাংলা নিউজ > ঘরে বাইরে > Bihar: ঝামেলার অর্থমন্ত্রকের দায়িত্ব সামলাতে হবে JDU-কে, এটা কি RJD'র কৌশল?
পরবর্তী খবর
Bihar: ঝামেলার অর্থমন্ত্রকের দায়িত্ব সামলাতে হবে JDU-কে, এটা কি RJD'র কৌশল?
1 মিনিটে পড়ুন Updated: 16 Aug 2022, 08:34 PM ISTSatyen Pal
এক অর্থনীতিবিদের মতে, বিপুল খরচ সামলানোর ক্ষেত্রে প্রধান অন্তরায় সীমিত আয়। সেক্ষেত্রে অতিরিক্ত কাজের সুযোগ বৃদ্ধির জন্য় অন্যতম পথ হল বেসরসারি বিনিয়োগ বৃদ্ধি করা।
তেজস্বী যাদব ও নীতীশ কুমার। ফাইল ছবি (Photo by Santosh Kumar /Hindustan Times)
অরুণ কুমার
বিহারে মন্ত্রিসভার রদবদলে দুটি তাৎপর্যপূর্ণ দিক সামনে এল এবার। প্রথমত শিক্ষা দফতর। সেই ২০০৫ সাল থেকে রাজ্যের শিক্ষা দফতরটা এতদিন বরাবর জেডিইউর হাতেই থাকত। তবে এবার তার পরিবর্তন হয়ে গেল। বিহারের শিক্ষাদফতরের মন্ত্রীর দায়িত্ব পেলেন আরজেডি নেতা চন্দ্রশেখর।
অন্যদিকে এতদিন ধরে বিহারের অর্থমন্ত্রকের দায়িত্বটা থাকত সহযোগীদের হাতে। হয় বিজেপি নয়তো আরজেডি এই দায়িত্ব সামলাত। তবে এবার সেখানেও রদবদল। অর্থমন্ত্রকের দায়িত্ব এবার নিজের কাছেই রাখল জেডিইউ। এবার প্রাক্তন শিক্ষামন্ত্রী বিজয় কুমার চৌধুরী অর্থমন্ত্রকের দায়িত্ব পেয়েছেন।
অর্থনীতিবিদ তথা অধ্যাপক সুধাংশু কুমার জানিয়েছেন, বলা হচ্ছে বিহারে নাকি বিপুল কর্মসংস্থান হবে। কিন্তু বিহারে নিজের রাজস্ব থেকে আয় অত্য়ন্ত সীমিত। সেক্ষেত্রে সরকারের কাছে এটা অত্যন্ত চ্যালেঞ্জিং হতে পারে।