No confidence motion against Modi govt: সংসদে অনাস্থা প্রস্তাব আনলেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। পৃথকভাবে বিআরএসের সাংসদ নাগেশ্বরা রাও অনাস্থা প্রস্তাব আনেন। তবে তাতে যে নরেন্দ্র মোদী সরকারের কিছুই হবে না, তা ভালোভাবেই জানেন বিরোধীরা।
নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব আনলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। পৃথক অনাস্থা প্রস্তাব এনেছেন বিআরএসের সাংসদ নাগেশ্বরা রাও। তবে অনাস্থা প্রস্তাব নিয়ে আজ সংসদের নিম্নকক্ষে আলোচনা হবে না। নিয়ম মোতাবেক ৫০ জন সাংসদের সমর্থন-সহ সেই অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়েছে কিনা, তা খতিয়ে দেখেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তারপর সেই অনাস্থা প্রস্তাব গ্রহণ করেন। তবে কবে আলোচনা হবে, তা এখনও জানাননি। পরবর্তীতে নির্দিষ্ট দিন এবং সময় বরাদ্দ করবেন।
তবে সেই অনাস্থা ‘পরীক্ষা’-য় পাশ করতে মোদী সরকারের যে একটুও ঘাম ঝরবে না, তা ভালোভাবেই জানেন বিরোধী নেতারা। উলটে তাঁদেরই ‘হার’-র মুখে পড়তে হবে। কারণ স্রেফ বিজেপিরই যা সংখ্যা আছে, তাতেই বিরোধীরা দাঁড়াতে পারবেন না। যে বিষয়টি কার্যত স্বীকারও করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়দের ‘INDIA’ (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স) জোটের নেতারা। তাও পুরোপুরি কৌশলগত কারণে সেই অনাস্থা প্রস্তাব আনা হয়েছে বলে রাজনৈতিক মহলের মত।
বিষয়টি নিয়ে সিপিআইয়ের সাংসদ বিনয় বিশ্বম বলেন, ‘রাজনৈতিক কারণে রাজনৈতিক চাল হিসেবে অনাস্থা প্রস্তাব আনা হচ্ছে। যে রাজনৈতিক চালের ফল মিলবে। এই অনাস্থা প্রস্তাবের ফলে সংসদে আসতে বাধ্য হবেন উনি (প্রধানমন্ত্রী)। মূলত মণিপুর-সহ পুরো দেশ নিয়ে সংসদের কক্ষে আমরা আলোচনা করতে চাই। নম্বর ভুলে যান। ওঁরা নম্বর জানেন। আমরাও নম্বর জানি।’