শুভব্রত মুখার্জি:- সার্বিয়ান লন টেনিস তারকা নোভাক জকোভিচ নিঃসন্দেহে সর্বকালীন সেরাদের অন্যতম। এই মুহূর্তে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজিরও রয়েছে তাঁর। সেই তিনিই বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ওপেনের খেতাব জিততে লড়াইতে নেমেছেন অস্ট্রেলিয়ান ওপেনে। সেখানে মেলবোর্ন পার্কে তিনি ইতিমধ্যেই তাঁর প্রথম রাউন্ডের ম্যাচ খেলে ফেলেছেন। ম্যাচে প্রত্যাশিতভাবেই জয় পেয়েছেন তিনি। তবে জয় পেলেও তাঁকে রীতিমতো লড়াই করতে হয়েছে এই জয়ের জন্য। আর গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডেই তাঁকে কড়া লড়াইয়ের মুখে ফেলে দিয়ে নয়া নজির সৃষ্টি করেছেন প্রথম রাউন্ডে তাঁর প্রতিপক্ষ। বলা ভালো টেনিস ইতিহাসে এক বিরল নজিরও গড়ে ফেলেছেন দিনো প্রিজমিক!
যে কোনও গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডে এর আগে কোন বিপক্ষ নোভাক জকোভিচের বিরুদ্ধে লড়াইকে চার ঘন্টারও বেশি সময় দীর্ঘায়িত করতে পারেননি। রবিবার মেলবোর্ন পার্কে সেই বিরল নজির গড়ে ফেলেছেন দিনো প্রিজমিক। নোভাক জকোভিচের বিরুদ্ধে রীতিমতো দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন তিনি। চার ঘণ্টার ও বেশি সময় ধরে চার সেটের লড়াইতে অবশেষে হার মেনেছেন দিনো প্রিজমিক। তবে তাঁর এই লড়াইকে কুর্নিশ জানিয়েছেন স্বয়ং নোভাক জকোভিচ থেকে শুরু করে সমস্ত বিশেষজ্ঞরাই। মাত্র ১৮ বছর বয়সে যে লড়াই দিনো প্রিজমিক দিয়েছেন তা এককথায় অকল্পনীয়। গতবারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ শেষ পর্যন্ত ম্যাচটি ৬-২, ৬-৭(৫), ৬-৩, ৬-৪ ফলে জিতে নিয়েছেন। বিশেষ করে ম্যাচের দ্বিতীয় এবং তৃতীয় সেটে একেবারে নাছোড়বান্দা লড়াই করেছেন দিনো প্রিজমিক। সে কথা ম্যাচ শেষে স্বীকার ও করে নিয়েছেন জকোভিচ।
একটা সময়ে ম্যাচে কোয়ালিফায়ার দিনো প্রিজমিক একটি ব্রেকে এগিয়েও গিয়েছিলেন। তবে চার ঘণ্টা ১ মিনিটের এই লড়াইয়ে শেষ পর্যন্ত জোকারের অভিজ্ঞতার কাছে মার খেয়েছেন দিনো প্রিজমিক। এই জয়ের ফলে মেলবোর্ন পার্কে নোভাক জকোভিচ এক নয়া নজিরও গড়ে ফেলেছেন। অজি ওপেনে দীর্ঘ অপরাজিত থাকার নজির গড়েছেন তিনি। পাশাপাশি অস্ট্রেলিয়ান ওপেনে সর্বাধিক জয়ের নজিরগড়া খেলোয়াড়দের তালিকায় জায়গা করে নিয়েছেন। এই ম্যাচে জয়ের ফলে অজি ওপেনে তাঁর ৯০তম ম্যাচটি জিতে ফেলছেন নোভাক জকোভিচ। পুরুষ এবং মহিলা মিলিয়ে অজি ওপেনে সর্বাধিক ম্যাচ জয়ের তালিকায় তিন নম্বরে রয়েছেন তিনি। একে রয়েছেন রজার ফেদেরার (১০২) এবং দুই নম্বরে রয়েছেন সেরেনা উইলিয়ামস (৯২)। প্রসঙ্গত ২০০৫ সালে এই অস্ট্রেলিয়ান ওপেনে অভিষেক হয়েছিল তাঁর। ২০০৮ সালে প্রথম অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জিতেছিলেন তিনি। তবে প্রথম লন টেনিস খেলোয়াড় হিসেবে তিন বা তার বেশি মেজর টুর্নামেন্টে প্রথম খেলোয়াড় হিসেবে ৯০ বা তার বেশি ম্যাচ জয়ের কৃতিত্ব অর্জন করেছেন নোভাক জকোভিচ। উইম্বলডন এবং ইউ এস ওপেনে তিনি জিতেছেন ৯২ টি করে ম্যাচ। আর অস্ট্রেলিয়ান ওপেনে এদিন পেলেন তাঁর ৯০ তম জয়। দিনো প্রিজমিকের বিরুদ্ধে এদিনের ম্যাচে জয় ছিল তাঁর অস্ট্রেলিয়ান ওপেনে টানা ২৯টি ম্যাচে জয়। এর আগে শেষবার অজি ওপেনে তিনি হেরেছিলেন ২০১৮ সালে। সেবার চতুর্থ রাউন্ডে হেরে গিয়েছিলেন নোভাক জকোভিচ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।