শুভব্রত মুখার্জি: ভারতীয় অলিম্পিক গেমসের ইতিহাসে কিংবদন্তি শুটার তিনি। তিনি হলেন অভিনব বিন্দ্রা। স্বাধীন ভারতের ইতিহাসে তিনিই প্রথম অ্যাথলিট যার হাত ধরে ভারত প্রথম ব্যক্তিগত সোনা জিতেছিল অলিম্পিক গেমসে। এর আগে ভারত পুরুষদের হকিতে সোনা জিতলেও তা ছিল দলগত ইভেন্ট। ব্যক্তিগত ইভেন্টে ভারতের সোনা জয়ের যে খরা তা কেটে গিয়েছিল অভিনব বিন্দ্রার হাত ধরে। তাঁর সেই সাফল্যকেই এবার কুর্নিশ জানানো হল অলিম্পিক কমিটির তরফে। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে প্রাক্তন তারকা শুটার অভিনব বিন্দ্রা এক অনন্য কৃতিত্ব অর্জন করেছেন।
আরও পড়ুন… Paris Olympics 2024 পরেই অবসর নেবেন! ভারতীয় হকি দলের অভিজ্ঞ গোলরক্ষক শ্রীজেশের বড় ঘোষণা
অলিম্পিক কমিটির তরফে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে ঐতিহ্যশালী ‘অলিম্পিক অর্ডার’ প্রদান করা হয়েছে তাঁকে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সর্বোচ্চ পুরস্কার হল এই অলিম্পিক অর্ডার। সেই পুরস্কার দিয়ে সম্মান জানানো হয়েছে অভিনব বিন্দ্রাকে। এই মুহূর্তে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অ্যাথলিট কমিশনের অন্যতম সদস্য তিনি। অলিম্পিকের প্রতি কোন অ্যাথলিটের সার্ভিসকে সম্মান জানাতে এই পুরস্কার দেওয়া হয়। বিন্দ্রাকে এই পুরস্কার দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এক্সিকিউটিভ বোর্ড। এই বোর্ড শনিবার বসেছিল মিটিংয়ে। প্যারিসে এই মিটিংয়ে বসেছিল তারা। এখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এই বিষয়টি ইতিমধ্যেই জানানো হয়েছে সোশ্যাল মিডিয়াতে। বিভিন্ন সরকারি বডির তরফে এই তথ্যটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়।তারপর সোমবার আইওসির সভাপতি টমাস বাখের তরফে একটি চিঠি লেখা হয় অভিনব বিন্দ্রাকে। আর এই চিঠিতেই তাঁকে এই সম্মানে সম্মানিত করার বিষয়টি নিশ্চিত করি হয়েছে। প্যারিসে ১০ অগস্ট বসছে আইওসির এক্সিকিউটিভ কমিটির মিটিং। যেখানে অনুষ্ঠিত হবে আইওসির ১৪২ তম মিটিং। এই মিটিংয়ে এই সম্মান দেওয়া হবে অভিনব বিন্দ্রাকে।
আরও পড়ুন… রোহিত শর্মা বা বিরাট কোহলি নয়, বাবর আজমের পছন্দের ব্যাটার অন্য কেউ! নাম শুনে খুশি এবি ডি'ভিলিয়ার্স
আইওসি সভাপতি টমাস বাখ চিঠিতে লিখেছেন ' আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আইওসির এক্সিকিউটিভ বোর্ড সিদ্ধান্ত নিয়েছে অলিম্পিক গেমসে আপনার অনবদ্য সার্ভিস দেওয়ার কারণে আপনাকে অলিম্পিক অর্ডার সম্মানে সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আপনাকে এই পুরস্কারের জন্য অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আপনার সঙ্গে প্যারিসে দেখা করতে মুখিয়ে রয়েছি।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।