অনুমতি ছাড়া সেনাবাহিনীর পোশাক তৈরি ও খোলা বাজারে বিক্রি নিষিদ্ধ। তারপরও অনেকেই বাহিনীর পোশাক তৈরি ও বিক্রি করছেন। এবার শিলিগুড়ির ভক্তিনগরে এক দর্জির দোকান থেকে সেনাবাহিনীর পোশাক তৈরির কাপড় উদ্ধার করে চাঞ্চল্য ছড়াল। শিলিগুড়িতে বেআইনি সেনা পোশাক তৈরির অভিযোগে দর্জিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর কাছ থেকে উদ্ধার ১৩৫ মিটার ইউনিফর্মের কাপড়।
আরও পড়ুন: সেনার আদলে পোশাক বিক্রি করা যাবে না, বাংলার তিন জেলায় কড়া হল পুলিশ
জানা যাচ্ছে, রবিবার বিকেলে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালায় শালুগাড়ার একটি দর্জির দোকানে। সেখান থেকে সেনা ইউনিফর্ম তৈরির ১৩৫ মিটার কাপড় বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে দর্জি জাকির হোসেনকে। পুলিশ ও গোয়েন্দা সূত্রে খবর, ওই দর্জির বিরুদ্ধে সেনা পোশাক বেআইনিভাবে তৈরি ও রাখার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) রাকেশ সিং জানিয়েছেন, ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে। ধৃতের কাছ থেকে সেনাবাহিনীর নতুন প্যাটার্নের ইউনিফর্ম তৈরির কাপড় পাওয়া গিয়েছে।
সাধারণভাবে সেনাবাহিনীর ইউনিফর্ম নির্দিষ্ট সংস্থা ও স্থান থেকেই তৈরি হয়, যা সেনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে থাকে। কিন্তু শালুগাড়ার ওই দোকানে অবৈধভাবে সেনার পোশাক তৈরি হচ্ছিল বলে অভিযোগ। এই খবর সেনার গোয়েন্দা বিভাগের নজরে আসতেই বিষয়টি ভক্তিনগর থানাকে জানানো হয়। এরপর রবিবার বিকেল পাঁচটা নাগাদ সেনা ও পুলিশ মিলে অভিযানে নামে। দোকানে ঢুকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সেনা পোশাক তৈরির কাপড় উদ্ধার করা হয়।প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, বাজেয়াপ্ত কাপড় সেনার নতুন প্যাটার্নের, যা মূলত কমব্যাট ফোর্স ব্যবহার করে। এই ধরনের কাপড় সাধারণ বাজারে থাকার কথা নয়।