সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে কেন SSC নিয়োগপ্রক্রিয়ার জন্য নতুন বিধি জারি করল স্কুল সার্ভিস কমিশন? আন্দোলনকারী বঞ্চিত চাকরিপ্রার্থীদের পর এই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্টও। মঙ্গলবার ওই মামলার শুনানিতে এই প্রশ্ন তোলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সোমবারের মধ্যে SSC ও রাজ্য সরকারকে হলফনামা দিয়ে কারণ জানাতে বলেছে আদালত।সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত ৩০ মে নতুন নিয়োগপ্রক্রিয়ার নোটিশ জারি করে স্কুল সার্ভিস কমিশন। তাতে দুর্নীতির জেরে চাকরিবাতিলের ফলে তৈরি শূন্যপদের পাশাপাশি নতুন শূন্যপদ যোগ করে জারি করা হয় বিজ্ঞপ্তি। একই সঙ্গে অভিজ্ঞতার জন্য ধার্য করা হয় বাড়তি নম্বর। এমনকী দুর্নীতি করে চাকরি পাওয়া বলে আদালতে চিহ্নিত প্রার্থীদেরও পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়। এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বঞ্চিত চাকরিপ্রার্থীরা।মামলাকারীদের দাবি ছিল, যারা বঞ্চিত তাদের মধ্যেও যোগ্য প্রার্থী রয়েছেন। আবার যারা চাকরি করেছেন তাদের মধ্যে এখনও অনেক অযোগ্য থাকতে পারেন। তাহলে কীসের ভিত্তিতে অভিজ্ঞতার জন্য বাড়তি নম্বর ধার্য করা হয়েছে? সুপ্রিম কোর্ট যাদের দুর্নীতিগ্রস্ত বলে চিহ্নিত করে নতুন পরীক্ষায় বসার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তাদের ফের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে কেন? মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, ২০১৬ সালে যে নিয়মে পরীক্ষা হয়েছিল অবিকল সেই নিয়মে পরীক্ষা নিতে হবে ২০২৫এ।এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্য আদালতে একই প্রশ্ন তোলেন। রাজ্য সরকার ও SSCর কাছে তিনি জানতে চান, কেন সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে চিহ্নিত অযোগ্যদের ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়েছে? সোমবারের মধ্যে হলফানামা দিয়ে তার জবাব দিতে হবে রাজ্য ও SSCকে।