বাংলা নিউজ > ঘরে বাইরে > Bank Holidays: এপ্রিলে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! তালিকা দেখে নিন
পরবর্তী খবর
এমনিতেই ব্যাঙ্কে যাওয়া অনেকের পক্ষেই একটু কঠিন বিষয়। অফিস, কাজে ছুটি নিয়ে তবেই যাওয়ার সময় মেলে। তাঁদের জন্যই রইল এপ্রিল ২০২২-এ ব্যাঙ্কের ছুটির(Bank Holidays) সম্পূর্ণ তালিকা।তাছাড়া চলতি মাসেই শনি-রবি ও ২ দিন ধর্মঘট মিলিয়ে টানা ৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকার কথা। তাই আগামী মাসের কোন দিন ব্যাঙ্ক বন্ধ, সেটাও জেনে রাখা প্রয়োজন।
এক্ষেত্রে উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্কের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী এই হিসাব। এর মধ্যে বেশ কিছু ছুটি আঞ্চলিক। তাই আপনার এলাকায় কোনটা প্রযোজ্য হচ্ছে, তা অবশ্যই যাচাই করে নিন। ধরা হয়েছে শনি-রবিবারের হিসাবও। তবে অনলাইন পরিষেবা অব্যাহত থাকবে।
- ১ এপ্রিল ২০২২: বার্ষিক ক্লোজিং
- ২ এপ্রিল ২০২২: গুড়ি পাড়বা/উগাডি/নবরাত্রি/তেলেগু নববর্ষ/সজিবু নোঙ্গাম্পাম্বা(চ্যারোবা)। বন্ধ থাকবে বেলাপুর, ব্যাঙ্গালুরু, চেন্নাই, ইম্ফল, হায়দরাবাদ, জম্মু, মুম্বই, নাগপুর, পানাজি ও শ্রীনগর জোনে।
- ৪ এপ্রিল ২০২২: সরহুল। রাঁচি জোনে ব্যাঙ্কের শাখা বন্ধ।
- ৫ এপ্রিল ২০২২: বাবু জগজীবন জন্মজয়ন্তী, হায়দরাবাদে ব্যাঙ্ক বন্ধ।
- ১৪ এপ্রিল ২০২২: আম্বেদকর জয়ন্তী/মহাবীর জয়ন্তী/বৈশাখী/তামিল নববর্ষ/চাইরোবা/বোহাগ বিহু। শিলং ও সিমলা জোন বাদে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ।
- ১৫ এপ্রিল ২০২২: গুড ফ্রাইডে/বাংলা নববর্ষ/হিমাচল দিবস/বোহাগ বিহু। জয়পুর, জম্মু ও শ্রীনগর বাদে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ।
- ১৬ এপ্রিল ২০২২: বোহাগ বিহু। গুয়াহাটিতে ব্যাঙ্ক বন্ধ।
- ২১ এপ্রিল ২০২২: গড়িয়া পুজো। আগরতলায় ব্যাঙ্ক বন্ধ।