চিনের রাজধানী বেজিংয়ের এক হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন অন্ত ২১ জন। ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭০ জন। সিজিটিএন-এর রিপোর্ট অনুযায়ী, গতকাল স্থানীয় সময় দুপুর ১টা নাগাদ আগুন লেগেছিল হাসপাতালটিতে। পরে দীর্ঘক্ষণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনীর সদস্যরা। উদ্ধারকাজেও হাত লাগায় তারা। তবে তার আগেই অগ্নিদগ্ধ হয়ে এবং কালো ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে প্রাণ হারান ২১ জন। এদিকে ঘটনার এক অভাবনীয় দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আগুন থেকে বাঁচতে অনেকেই জানলার বাইরে থাকা এসি-র আইটডোর ইউনিটের ওপর বসেছিলেন।
জানা গিয়েছে, গতকাল প্রথমে হাসপাতালের পূর্ব দিকের উইংয়ে প্রথম আগুন লাগে। তখন স্থানীয় সময় ১২টা ৫৭ মিনিট। সেই আগুন দুপুর ১টা ৩৩ মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণে আনা হয় বলে দাবি করা হয় রিপোর্টে। এদিকে কীভাবে কী কারণে আগুন লেগেছে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এদিকে ঘটনার যেসব ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে, বিল্ডিং থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। অনেকেই বিছানার চাদর ধরে জানলা দিয়ে নীচে নামার চেষ্টা করছেন। কেউ আবার জানলার বাইরে থাকা এসির কন্ডেন্সার ইউনিটের ওপর বসে উদ্ধারকারীদের অপেক্ষা করছেন।
এদিকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার মধ্যে এই হাসপাতালের সবাইকে উদ্ধার করে অন্যত্র নিয়ে যাওয়া হয়। রিপোর্ট অনুযায়ী, অন্য এক অজ্ঞাত হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের। মোট ৭১ জন এখনও হাসপাতালে ভরতি রয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের চিকিৎসা নিয়ে গোপনীয়তা অবলম্বনে প্রশ্ন উঠেছে। অপরদিকে প্রশ্ন উঠতে শুরু করেছে, মাত্র আধ ঘণ্টার আগুনে কীভাবে ২১ জনের মৃত্যু হয়ে গেল? হাসপাতালের অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এই সব বিষয়ে কোনও স্পষ্ট জবাব দেওয়া হয়নি স্থানীয় প্রশাসনের তরফে। তবে চিনা মিডিয়ার তরফে জানানো হয়েছে যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।