Parliament Monsoon Session Live: সংসদের বাদল অধিবেশন সংক্রান্ত যাবতীয় লাইভ আপডেট জানতে নজর রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়। জানুন লোকসভা এবং রাজ্যসভায় কী হচ্ছে। সংসদে কী কী বিল পেশ হচ্ছে এবং পাশ হচ্ছে।
নরেন্দ্র মোদী
Parliament Monsoon Session Live: আগামী বছরের সাধারণ নির্বাচন নিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এদিকে মণিপুরের পরিস্থিতি নিয়েও ক্ষোভ রয়েছে। এরই মধ্যে আজ থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হল। বিরোধীরা মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছে। তাঁর অনুপস্থিতিতে সংসদে বিশৃঙ্খলা দেখা দেয় আজ। শেষ পর্যন্ত উভয় কক্ষই মুলতুবি ঘোষণা করা দেওয়া হয় আজকের মতো।
20 Jul 2023, 11:39 AM IST
রাজ্যসভা মুলতুবি
শুরুতেই মুলতুবি সংসদের উচ্চকক্ষ। দুপুর ১২টা পর্যন্ত মুলতুবি রাজ্যসভা। বেলা ১২টার পর ফের রাজ্যসভার অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত আজকের মতো মলতুবি ঘোষণা করা হয় সংসদের উভয় কক্ষই।
20 Jul 2023, 11:38 AM IST
লোকসভা মুলতুবি
সম্প্রতি প্রয়াত সাংসদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লোকসভা মুলতবি ঘোষণা করা হয়েছে। দুপুর ২টো পর্যন্ত মুলতুবি সংসদের নিম্নকক্ষ।
20 Jul 2023, 11:00 AM IST
মণিপুর নিয়ে মুখ খুললেন মোদী
সাংসদদের অর্থপূর্ণ বিষয়ে আলোচনা করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি আজকে মণিপুর নিয়েও মুখ খোলেন তিনি। মণিপুরের মহিলাদের নগ্ন করে ঘোরানো ইস্যুতে মোদী বলেন, ‘এটা ক্ষমার অযোগ্য’।
20 Jul 2023, 10:59 AM IST
আলোচনা হবে মণিপুর নিয়ে, জানালেন রাজনাথ
কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, সংসদে মণিপুর ইস্যু নিয়ে আলোচনা হবে। সরকারের তরফে এই নিয়ে জবাবও দেওয়া হবে বলে জানান তিনি।
কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, ‘গতকাল সর্বদলীয় বৈঠকে বলা হয়েছিল যে সরকার মণিপুর পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রস্তুত। স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান আলোচনার তারিখ ঠিক করবেন।’
20 Jul 2023, 10:18 AM IST
‘মণিপুর নিয়ে আলোচনায় সম্মত’, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, ‘আমি গতকালও এই বিষয়ে (মণিপুর ইস্যু) কথা বলেছি। বিরোধীরা সংসদে কাজ করতে চায় না। তাই তারা আগে থেকেই মুলতুবি প্রস্তাব আনছে। তারা আলোচনার দাবি করেছিল এবং আমরা হ্যাঁ বলেছি। তারা এখন নতুন অজুহাত খুঁজছে। এটা ঠিক নয়…’
অসমের কংগ্রেস সাংসদ গৌর গগৈ বলেন, 'গতকাল আমরা মণিপুরের যে ভিজ্যুয়ালগুলি দেখেছি তা আমাদের হতবাক করেছে। আমি মনে করি, প্রথমে প্রধানমন্ত্রীর উচিত সংসদে এসে মণিপুর নিয়ে বিবৃতি দেওয়া এবং শান্তির আবেদন জানানো। তার সরকারের ব্যর্থতার জন্য মণিপুরের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর... তাহলে হয়ত সেই রাজ্যের মানুষ কিছুটা স্বস্তি পাবে।'
20 Jul 2023, 10:04 AM IST
‘মণিপুরে যাওয়ার সময় নেই প্রধানমন্ত্রীর’
কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘আজ আমরা সংসদে মণিপুরের বিষয়টি উত্থাপন করছি। নোটিশও দিয়েছি। আমরা দেখব, রাজ্যসভায় আমাদের চেয়ারম্যান এই বিষয়টা উত্থাপন করতে দেবেন কি না। এ বিষয়ে প্রধানমন্ত্রী নীরব। তাদের ৩৮টি দলকে (এনডিএ বৈঠকের জন্য) ডাকার সময় আছে কিন্তু প্রধানমন্ত্রীর সেখানে (মণিপুরে) যাওয়ার সময় নেই।’
20 Jul 2023, 08:47 AM IST
‘মণিপুর নিয়ে মোদীর নীরবতা’ নিয়ে আলোচনার দাবি রাজ্যসভায়
‘মণিপুরে চলমান সহিংসতার বিষয়ে প্রধানমন্ত্রীর হতবাক এবং নজিরবিহীন নীরবতা’ নিয়ে আলোচনা করার জন্য রাজ্যসভার ২৬৭ নং নিয়মের অধীনে মুলতুবি প্রস্তাব দিয়েছেন কংগ্রেস সাংসদ সৈয়দ নাসির হুসেন এবং রঞ্জিত রঞ্জন।
20 Jul 2023, 08:42 AM IST
মণিপুর হিংসা নিয়ে মুলতুবি প্রস্তাব কংগ্রেসের মণীশ তিওয়ারির
কংগ্রেস লোকসভা সাংসদ মনীশ তিওয়ারি ‘মণিপুরে চলতে থাকা জাতিগত সংঘর্ষ’ নিয়ে আলোচনা করার জন্য মুলতুবি প্রস্তাব পেশ করেছেন।
বিরোধীরা দাবি তুলেছে, মণিপুরের বিষয়ে সংসদে একটি বিবৃতি দিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। গত ৩ মে থেকে জাতিগত সহিংসতা প্রত্যক্ষ করছে উত্তরপূর্বের এই রাজ্যটি। সেখানে বিজেপিরই সরকার রয়েছে। এর আগে এই নিয়ে সর্বদল বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই আবহে বেশ কয়েকটি দল প্রথম দিনে মণিপুর ইস্যুতে মুলতবি প্রস্তাব আনার পরিকল্পনা করেছে।
20 Jul 2023, 08:11 AM IST
বাদল অধিবেশনে ৩১টি বিল পেশের পরিকল্পনা সরকারের
বাদল অধিবেশন চলাকালীন সংসদে মোট ৩১টি বিল পেশ করার পরিকল্পনা রয়েছে সরকারের। এরই মধ্যে অন্যতম হল দিল্লি অর্ডিন্যান্স। এই অধ্যাদেশ অনুযায়ী, দিল্লিতে সরকারি আমলাদের পোস্টিং এবং নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকবে কেন্দ্রের হাতে।