অলিম্পিক্সে সোমবার রাত পর্যন্ত ভারতের ঝুলিতে রয়েছে একটি মাত্র পদক। অনেক আশা থাকলেও এখনও পর্যন্ত একটি ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতকে। গত কয়েক বছরের মতো এবারও তীরন্দাজিতে একদম নজর কাড়তে পারেনি ভারত। শ্যুটিংয়ে ব্যক্তিগত ইভেন্টে মনু ভাকের ব্রোঞ্জ পদক পাওয়ার পর আশা করা হয়েছিল অর্জুন বাবুটাও হয়ত পদক জিতবেন। কিন্তু ফাইনাল রাউন্ডে অল্পের জন্য পদক হাতছাড়া করে চতুর্থ হয়েছেন তিনি। সোমবার একটিও পদক ঘরে আসেনি ভারতের। এই পরিস্থিতি বেশ গুরুত্বপূর্ণ মঙ্গলবার দিনটি ভারতীয় প্রতিযোগিদের কাছে। আরও একবার পদক জয়ের জন্য মনু ভাকেরের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে ভারতকে।
একঝলকে প্যারিস অলিম্পিক্সের তৃতীয় দিনে ভারতীয়দের খেলা-
পৃথ্বীরাজ টোন্ডাইমান সকাল ১২.৩০ মিনিটে পুরুষদের ট্র্যাপে শ্যুটিংয়ের কোয়ালিফিকেশন রাউন্ডে নামবেন
সকাল ১২.৩০টায় রাজেশ্বরী সিং এবং শ্রেয়সী সিং নামবেন শ্যুটিংয়ে মহিলাদের ট্র্যাপের কোয়ালিফিকেশন রাউন্ডে
দুপুর ১টায় সকলের চোখ থাকবে মনু ভাকের এবং সরবজ্যোৎ সিং জুটির দিকে। কারণ তাঁরা দুজন দেশকে এনে দিতে পারেন প্যারিস অলিম্পিক্স থেকে দ্বিতীয় পক। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ মেডেলের লক্ষ্যে নামবেন তাঁরা। জিততে পারলে একই বছর জোড়া পদক জয়ের নজির গড়বেন মনু ভাকের, দ্বিতীয়বার আরেকটি ইভেন্টে ব্রোঞ্জ পদক পাবেন তিনি।
দুপুর ১টায় পুরুষদের স্কালস অর্থাৎ রোয়িংয়ে ভারতের পদক জয়ের সম্ভাবনা থাকবে বলরাজ পানওয়ারের দিকে। কোয়ার্টার ফাইনালে নামবেন তিনি। প্রথম তিনের মধ্যে শেষ করতে পারলেই কোয়ার্টার ফাইনালে, তাঁর সামনে সেমিফাইনালে ওঠার সুযোগের পাশাপাশি থাকবে যে কোনও পদক নিশ্চিত করার সম্ভাবনাও।
দুপুর ২.৩০ মিনিটে ইকুয়েস্ট্রিয়ানের ব্যক্তিগত ড্রেসেজ ইভেন্টে মঙ্গলবার অভিযান শুরু করবেন ভারতের অনুশ আগরওয়াল।
আরও পড়ুন-কুশল পেরেরার উইকেট নিতেই সুপার কুল সেলিব্রেশন হার্দিকের! জবাব দিতে চাইলেন কাউকে!
বিকেল ৪.৪৫ মিনিটে আয়ারল্যান্ডের বিপক্ষে পুল বির ম্যাচে নামবে ভারতীয় পুরুষ হকি দল
বিকেল ৫টায় পর ভারতীয় তীরন্দাজদের মঙ্গলবারও রয়েছে খেলা। পুরুষ এবং মহিলাদের বিভাগে ব্যক্তিগত ইভেন্টে তাঁরা নামবেন। দলগত ইভেন্টে ব্যর্থতার পর অবশ্যই ধীরজ বোম্মাদেবারা, দীপিকা কুমারীরা তালিকায় থাকবেন নিজেদের ব্যক্তিগত ইভেন্টে ভালো পারফরমেনস করার জন্য।
বিকেল ৫.৩০টায় সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি/চিরাগ শেট্টি নামবেন ইন্দোনেশিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে, গ্রুপ স্টেজের ম্যাচ
সন্ধে ৬.২০ মিনিটের পর মহিলাদের ডবলসে ব্যাডমিন্টনে নামবেন অশ্বিনী পোনাপ্পা/তানিশা ক্রেস্টো জুটি
সন্ধে ৭.১৫ মিনিটে অমিত পাংঘাল পুরুষদের ৫০ কেজি বিভাগের বক্সিংয়ে রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে নামবেন
রাত ৯.৩০টায় মহিলাদের বক্সিংয়ের ৫৭ কেজি বিভাগে নামবেন ভারতের জেসমিন লাম্বোরিয়া
রাত ১০.৪৬ মিনিটে ভারতের তীরন্দার ধীরজ বোম্মাদেবারা রাউন্ড অফ ৬৪-এর ম্যাচে নামবেন
রাত ১.০৬ মিনিটে মহিলাদের বক্সিংয়ে ৫৪ কেজি বিভাগের রাউন্ড অফ সিক্সটিনে খেলতে নামবেন প্রীতি পাওয়ার
এখন দেখার মঙ্গলবার ভারতীয় ব্রিগেড পদকের সংখ্যা বাড়াতে পারে কিনা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।