আবার নির্বাচিত সরকার ফেলে দেওয়ার কথা শোনা গেল বিজেপি বিধায়কের গলায়। তিনি আবার এবারের লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার কেন্দ্রের বিজেপি প্রার্থী। রাজ্য বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক। হ্যাঁ, তিনি মনোজ টিগ্গা। যিনি বাংলার নির্বাচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ফেলে দেওয়ার কথা বলেছেন। আগেও বহু বিজেপি নেতা এমন কথা বলেছেন। তবে এবার মনোজ টিগ্গা যা বলেছেন তা নিয়ে রীতিমতো রাজ্য–রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। তবে জবাব দিতে ছাড়েনি তৃণমূল কংগ্রেসও। সুতরাং লোকসভা নির্বাচন শুরু আগেই বাতাবরণ তপ্ত হয়ে উঠছে। যা বেশ তাৎপর্যপূর্ণ।
একদিকে তৃণমূল কংগ্রেসের সরকারকে ফেলে দিতে চান নিজে মুখেই বলছেন মনোজ টিগ্গা। আবার পরক্ষণেই তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া বিধায়কের কাছে ভোটও চাইছেন তিনি। এই দ্বিমুখী চরিত্র মোটেই ভাল চোখে দেখছেন না বাংলার মানুষ বলে দাবি তৃণমূল কংগ্রেসের। শনিবার মনোনয়নপত্র জমা দেওয়ার পর মনোজ টিগ্গা বলেন, ‘লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় ২৫টির বেশি আসনে জয়ী হলে ২০২৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। তার আগেই বিজেপি আন্দোলন করে ফেলে দেবে তৃণমূলের সরকারকে’। মনোজ টিগ্গার এই মন্তব্যকে ঘিরে ছড়িয়েছে বিতর্ক। টিগ্গার এই মন্তব্যের বিরুদ্ধে কড়া আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেসও।
আরও পড়ুন: আরও বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায়, ডেডলাইন থাকছে ১ এপ্রিল
অন্যদিকে শনিবার দিনই আবার দেখা গেল, মনোজ টিগ্গা আলিপুরদুয়ার শহরের একটি চায়ের দোকানে বসে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালের সঙ্গে আড্ডা দিচ্ছেন। বিজেপির টিকিটে জয়ী সুমন কয়েক মাস আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। চায়ের আড্ডার সময়েও সুমন কাঞ্জিলালের কাছে নিজের পক্ষে ভোট চান টিগ্গা। এই পর পর দুটি ঘটনা ঘটার পর শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব পাল্টা বলেন, ‘আলিপুরদুয়ারের মনোজ টিগ্গা আসলে সংবিধানের নিয়মকানুন জানেন না। তাই এমন অবাস্তব কথা বলছেন। আসলে এবারের লোকসভা নির্বাচনে অনেক ভোটে হারবেন বুঝেই এসব বলছেন তিনি।’