তারা জাতীয় দলের হয়ে যেমন খেলেছেন, তেমনই চেন্নাই সুপার কিংসের হয়েও খেলেছেন। ফলে তাদের মধ্যে বন্ধুত্বও খুব ভালো। এবার মহেন্দ্র সিং ধোনির অজানা গল্প সামনে আনলেন উথাপ্পা।
রবিন উথাপ্পা ও মহেন্দ্র সিং ধোনি। ছবি- সিএসকে টুইটার।
চেন্নাই সুপার কিংসের আকাশে হঠাৎ করে আশঙ্কার কালো মেঘ ঘনিয়েছে। হাঁটুর চোটের কারণে এই বছরের আইপিএলের প্রথম ম্যাচ মহেন্দ্র সিং ধোনি খেলতে পারবেন কিনা তা নিয়ে জল্পনা দেখা দিয়েছে। ধোনি খেলবেন কিনা তা শেষ মুহূর্তে স্পষ্ট হয়ে যাবে। তবে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাঁর ভক্তরা ধোনিকে দেখতে মরিয়া হয়ে উঠেছেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তার উপর সম্ভবত এটি ধোনির শেষ আইপিএল মরশুম হতে চলেছে। ২০১৯ সালের পর প্রথমবার ঘরের মাঠে খেলতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। স্বাভাবিকভাবেই উত্তেজনা রয়েছে চরমে। সম্প্রতি ধোনির বন্ধু তথা চেন্নাই সুপার কিংসের প্রাক্তন সতীর্থ রবিন উথাপ্পা একটি অনুষ্ঠানে ধোনির সঙ্গে তাঁর প্রথম পরিচয়ের কথা তুলে ধরেন।
উথাপ্পা গত বছর সব ধরনের খেলা থেকে অবসর নিয়েছেন। ধোনির সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, বেঙ্গালুরুতে একটি প্রশিক্ষণ শিবিরের সময় ধোনি কীভাবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শ্রীধরন শ্রীরামের আঙুল ভেঙে দেন।
জিও সিনেমার একটি অনুষ্ঠানে তিনি বলেন, 'আমি মহেন্দ্র সিং ধোনিকে প্রথম দেখি ভারতীয় 'এ' দলের একটি ক্যাম্পে। যা ২০০৩ সালে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হয়েছিল। ধোনি চিন্নাস্বামী স্টেডিয়ামে মুনাফ পাটেলের বিরুদ্ধে ব্যাটিং করছিল। মুনাফ সেই সময় তাঁর নতুন বোলিং অ্যাকশন এবং দ্রুত বলের জন্য বেশ পরিচিত। সেখানে সালভির মতো জোরে বোলাররাও ছিল। ধোনি বড় বড় ছয় মারছিল। হেলিকপ্টার শটও মারতে দেখেছি ওই সময়। কিছু বল তো স্টেডিয়ামের বাইরে গিয়ে পড়ে। সেই সময় ও শ্রীধরন শ্রীরামকে আহত করে। এমএস স্টেপ আউট করে খুব জোরে বোলারের দিকে একটা শট মারে। শ্রীরাম তাঁর বলের দিকে হাত বাড়ায় এবং বল গিয়ে আঘাত করে তাঁকে। শ্রীরাম দৌড়াতে থাকে। আমরা ভেবেছিলাম ও বলের পিছনে দৌড়াচ্ছে কিন্তু বলকে পিছনে ফেলে ড্রেসিংরুমের দিকে দৌড়াতে শুরু করেন শ্রীরাম। শ্রীধরন তখনই বুঝতে পেরেছিল ওর আঙ্গুল ভেঙে গিয়েছে। আমার মনে হয় ওর দুটো আঙ্গুল ভেঙে ছিল। তখনই আমরা সবাই একটা আন্দাজ পেয়ে যাই ধোনি কত জোরে বল মারে। তখনই আমি বুঝে যাই ও একদিন ভারতের হয়ে খেলবে।'
উথাপ্পা এবং ধোনি ভারতের হয়ে এবং চেন্নাইয়ের হয়ে একসঙ্গে প্রচুর ম্যাচ খেলেছেন। ডান-হাতি উইকেটরক্ষক-ব্যাটার জানান কীভাবে ধোনির সঙ্গে তাঁর বন্ধুত্ব গড়ে ওঠে। তিনি বলেন, 'আমরা ২০০৪ সাল থেকে একে অপরের ভালো বন্ধু। কিন্তু তার আগে আমরা একসঙ্গে খেলিনি। আমি তখনও অনূর্ধ্ব-১৯ খেলছি এবং এমএস ইন্ডিয়া 'এ' খেলছিল। আমাদের বিভিন্ন সময়ে দেখা হতো। আমার প্রথম আন্তর্জাতিক সফর ছিল আবুধাবিতে। সেখানে আমরা খুব ভালো বন্ধু হয়ে উঠেছিলাম। এরপর ওয়েস্ট ইন্ডিজে একসঙ্গে অনেক সময় কাটিয়েছি।'
উথাপ্পা আরও যোগ করেন, 'আমাদের দু'জনের খুব জামা কাপড়ের শখ ছিল। আমরা অনেক কেনাকাটা করতে যেতাম। আমরা একসাথে খেতাম। আমাদের একটা দল ছিল। সুরেশ রায়না, ইরফান পাঠান, আরপি সিং, চাওলা, মুনাফ প্যাটেল, এমএস এবং আমি। আমরা একসঙ্গে প্রচুর খাওয়া দাওয়া করেছি। প্রতিদিন বেরিয়ে ডাল মাখানি, বাটার চিকেন, জিরা আলু, এবং রুটি অর্ডার করতাম। এমএস খাবারের দিক থেকে খুব কঠোর। ও চিকেন ছাড়াই বাটার চিকেন খেত। আবার কোনও সময় চিকেন খেলে রুটি বাদ দিত। আমি প্রথমবার যেমন দেখেছিলাম এখনও ঠিক তেমনি আছে। ও একটুও বদলায়নি মাহি।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।