সম্প্রতি আর্জেন্তিনা দলের সঙ্গে চিন সফরে গিয়েছেন মেসি। তাঁকে ঘিরে উৎসাহ, উন্মাদনা ছিল দেখার মতন। এই চিন সফরেই লিওনেল মেসির সঙ্গে ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা। পাসপোর্ট সমস্যায় পড়তে হল তারকাকে। আর তার জেরে চিনের বেজিং বিমানবন্দরে দুই ঘণ্টারও বেশি সময় আটকে থাকতে হল লিওনেল মেসিকে!
বেজিং বিমানবন্দরে লিওনেল মেসি (ছবি-টুইটার)
শুভব্রত মুখার্জি: তিনি বিশ্ব ফুটবলে বর্তমান সময়ের নিঃসন্দেহে সেরা তারকা। কোটি কোটি আর্জেন্তাইন সমর্থকের কাছে ফুটবল 'ভগবান' লিওনেল মেসি। সম্প্রতি আর্জেন্তিনা দলের সঙ্গে চিন সফরে গিয়েছেন মেসি। তাঁকে ঘিরে উৎসাহ, উন্মাদনা ছিল দেখার মতন। এই চিন সফরেই লিওনেল মেসির সঙ্গে ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা।পাসপোর্ট সমস্যায় পড়তে হল তারকাকে। আর তার জেরে চিনের বেজিং বিমানবন্দরে দুই ঘণ্টারও বেশি সময় আটকে থাকতে হল লিওনেল মেসিকে!
চিন সফরে এসেছে আর্জেন্তিনা। আর এশিয়ার এই দেশে পা দিয়েই তাঁর সঙ্গে ঘটে গিয়েছে এই ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ পেয়েছে। যা ইতিমধ্যেই ভাইরাল। চিনের সংবাদমাধ্যম সূত্রে খবর, বেজিং বিমানবন্দরে মেসির পাসপোর্ট নিয়ে টেকনিক্যাল সমস্যা দেখা দেয়। যার জেরেই এই দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তারকাকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্তিনা। ম্যাচটি খেলা হবে চিনের রাজধানী বেজিংয়ে।
প্রসঙ্গত এই মুহূর্তে তাঁর নয়া ট্রান্সফার নিয়ে খবরের শিরোনামে রয়েছেন লিওনেল মেসি। কয়েকদিন আগেই আর্জেন্তিনার হয়ে কাতার বিশ্বকাপের ট্রফি জয়ী অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে ফরাসি ক্লাব পিএসজির। তারপরেই তিনি জানিয়েছেন তাঁর প্রিয় ক্লাব বার্সেলোনা নয় বরং তিনি মেজর লিগ সকারে খেলবেন। সেখানে প্রাক্তন ফুটবলার ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাব ইন্টার মায়ামিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। প্রসঙ্গত সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া, ব্যক্তিগত দেহরক্ষী এবং কয়েকজন বন্ধুকে প্রাইভেট জেটে নিয়ে বেজিংয়ে এসেছেন মেসি। তারপরই তাঁকে আটকায় চিনের বর্ডার কন্ট্রোল পুলিশ। তবে এর সঠিক কারণ নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।